আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় রাতের হাইভোল্টেজ ম্যাচে টসে হার ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিনও দলে নেই হ্যারিস রউফ। চারজন স্পিনার নিয়ে খেলবে সলমন আঘার দল। পাকিস্তান দলে কোনও পরিবর্তন নেই। টসে হারলেও প্রথমে বল করতে পেরে খুশি সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক জানান, টসে জিতলে বোলিং নিতেন তাঁরা। সূর্যকুমার বলেন, 'আমরা বল করতে চেয়েছিলাম, তাই কোনও সমস্যা নেই। প্রস্তুতি ভাল হয়েছে। আশা করছি আমরা ভাল খেলব। আমরা এখানে আগে খেলেছি। সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ আমরা পাশের পিচে খেলেছি। ব্যাটিংয়ের জন্য ভাল ছিল। রাতে ব্যাট করা তুলনায় সহজ। বাতাসে আর্দ্রতা রয়েছে। শিশির পড়ার সম্ভাবনা আছে।' ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। অর্থাৎ, পাকিস্তানের বিরুদ্ধেও দলে জায়গা হল না অর্শদীপ সিংয়ের। ভারতকে কড়া টক্কর দেওয়ার বিষয়ে আশাবাদী সলমন আঘা। পাকিস্তানের অধিনায়ক মনে করছেন, পিচ মন্থর হবে। সলমন বলেন, 'আমরা ভাল ক্রিকেট খেলছি। দেখে মনে হচ্ছে, পিচ মন্থর হবে। এই উইকেটে স্পিনাররা সাহায্য পাবে। ভারতের জন্য আমরা বড় টার্গেট সেট করতে চাই।' 

বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতীকী প্রতিবাদ জানাবে। পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনায় প্রয়াত হয়েছে বহু নিরীহ পর্যটক। এই প্রেক্ষিতে অনেকেই বলেছেন, পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত ভারতের। যার প্রভাব ভারতের সাজঘরেও পড়েছে। প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে পারেন। ম্যাচ শুরুর পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন নাও করতে পারেন। 

চলতি বছরে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাকিস্তান। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিরাট কোহলির শতরানে রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া। টি-২০ তে শেষ সাক্ষাৎ ২০২৪ টি-২০ বিশ্বকাপে। ১১৯ রান করেও জেতে ভারত। সৌজন্যে যশপ্রীত বুমরার মাস্টারক্লাস। এশিয়া কাপে হেড টু হেড রেকর্ডেও পাকিস্তানের থেকে এগিয়ে ভারত। দুই দেশের মধ্যে মোট ১৯বার সাক্ষাৎ হয়েছে। তারমধ্যে ১০বার জেতে ভারত। পাকিস্তান জিতেছে ৬ বার। ৩ ম্যাচে কোনও রেজাল্ট হয়নি। রবিবাসরীয় সন্ধেয় আধিপত্য বজায় রাখতে চাইবে টিম ইন্ডিয়া। 

বেশ কয়েকদিন ধরে চারিদিক থেকে পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক আসছিল। এতে সামিল ছিলেন ভারতের প্রাক্তন। ক্রিকেটাররা। তালিকায় ছিলেন হরভজন সিং, মনোজ তিওয়ারি সহ আরও অনেকে। ভারত-পাক মহারণের আগের দিন এই প্রসঙ্গে মুখ খোলেন সীতাংশু কোটাক। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী বোর্ড পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়ে যাওয়ার পর তাঁদের ফোকাস শুধুমাত্র ক্রিকেটে। রাজনৈতিক বিষয় নিয়ে তাঁরা ভাবছেই না। দাবি, তার প্রভাব ম্যাচে পড়বে না। রবিবার সূর্যকুমার যাদবের জন্মদিন। বিশেষ দিনে সতীর্থদের থেকে ম্যাচ উপহার চাইবেন স্কাই।