আজকাল ওয়েবডেস্ক: দাঁত মাজতে গেলেই রক্ত পড়ে? কথায় কথায় দাঁত নড়ে কিংবা অল্প বয়সেই দাঁতে পোকা বা ক্যাভিটি। দন্ত্য চিকিৎসকের কাছে গেলেই প্রথম যে জিনিসটির কথা তিনি উল্লেখ করেন সেটি হল এনামেল। দাঁতের বাইরের অংশে থাকা এই বিশেষ আস্তরণের জন্যেই দাঁত এতো মজবুত। মাংসের হাড় থেকে গরমের দিনের আখ, সব খাওয়া যায় চিবিয়ে। সেই এনামেলেই যদি ক্ষয় ধরে তবে আর রক্ষে নেই। শুরু হয়ে যায় দাঁতের সমস্যা। মূলত অম্ল খাবার খাওয়ার কারণে এবং বয়স বাড়লে এনামেল ক্ষয় হয় 

বিজ্ঞানীরা অবশ্য জানাচ্ছেন, খুব শীঘ্রই শেষ হতে পারে এই এনামেল নিয়ে দুশ্চিন্তার দিন। নেপথ্যে এক নতুন টুথপেস্ট। বিজ্ঞানীদের নবতম আবিষ্কার এই দাঁতের মাজন তৈরি হয়েছে মানুষের চুল থেকে। আর এই মাজন দিয়ে দাঁত মাজলেই নাকি ক্ষয়ে যাওয়া এনামেল পুনরায় ঠিক হয়ে যাবে।


আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

মাজনটি তৈরি করেছেন কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন মানুষের চুল এবং উলে কেরাটিন নামক এক বিশেষ প্রোটিন পাওয়া যায়। সেই কেরাটিন ব্যবহার করা হয়েছে এই টুথপেস্টে। গবেষণাগারে দেখা গিয়েছে চুল বা নখের থেকে প্রাপ্ত এই কেরাটিন প্রোটিন দাঁতের উপর ঠিক এনামেলের মতোই এক কঠিন পরত না আস্তরণ তৈরি করে। মুখের লালাতে যে খনিজ পদার্থ থাকে সেই খনিজ পদার্থগুলি সেই আস্তরণের উপর যুক্ত হয়ে অবিকল এনামেলের মতোই একটি পদার্থ তৈরি হয়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই নতুন পদার্থটি শুধু এনামেলের মতো কাজই করে না, দাঁতের প্রান্তে থাকা শিরা উপশিরা এবং স্নায়ুগুলিকেও বাহ্যিক উদ্দীপনা থেকে রক্ষা করে। ফলে দাঁতের ব্যথা কমে।
প্রসঙ্গত, এতদিন এনামেলের চিকিৎসায় ফ্লুরাইড ব্যবহার করা হত। কিন্তু ফ্লুরাইড এনামেল ক্ষয়ের গতিবেগ কমালেও, পুরোপুরি ক্ষয় রোধে সক্ষম নয়। অন্যদিকে নতুন এই টুথপেস্টে ব্যবহৃত কেরাটিন দাঁতের আস্তরণ নতুন করে গঠন করে। ফলে দাঁত আবার আগের মতো আকারে ফিরে আসে। কোনও রকম ফিলিং করার দরকার পড়ে না। অনেক সময় দাঁত বাঁধাতে যে রেজিন ব্যবহার করা হয় সেগুলি বেশিদিন টেকে না, আবার কিছু কিছু ক্ষেত্রে বিষাক্ত। নতুন আবিষ্কৃত মাজন এই সব সমস্যা দূর করে।

এখন প্রশ্ন হল এই মাজন কবে থেকে কিনতে পাওয়া যাবে। বিজ্ঞানীদের আশা আগামী বছর দুয়েকের মধ্যেই বাজারে আসবে এই মাজন। হয় দাঁতের মাজন হিসাবে নয়তো গাম জেল হিসাবে। উল, নখ, চুলের মতো বর্য্যপদার্থ থেকে এই মাজন তৈরি হওয়ায় পরিবেশ সংরক্ষণেও কার্যকরী হতে পারে এই টুথপেস্টে।