পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?

img

পাড়া থেকে চুরি হয়ে যাচ্ছে মহিলাদের অন্তর্বাস! গোটা ঘটনায় তটস্থ গোটা এলাকা। কে করছে এমন কাজ? যৌন বিকৃতমনষ্ক ব্যক্তি নাকি এর নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য?

img

নিউ জিল্যান্ডের অকল্যান্ডের মিরাঙ্গি বে এলাকায় কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে তুমুল শোরগোল। অবশেষে প্রশাসনের তৎপরতায় ধরা পড়ল চোর। চোরের নাম লিও!

img

ধরা পড়লেও গ্রেফতার করা হয়নি লিওকে। অথচ নিজের ‘অপরাধ’ নিয়ে মোটেই অনুতপ্ত নয় সে। এমনকী জেরা করার পরেও উত্তরে সে একটিই মাত্র শব্দ উচ্চারণ করছে - ‘ম্যাও’। কারণ লিও মানুষ নয়, একটি হুলো বেড়াল!

img

শুনতে অদ্ভুত লাগলেও ঘটনা একেবারে সত্যি। আসলে অনেক সময়ই বিভিন্ন পশুদের মধ্যে জিনিস পত্র কুড়িয়ে আনার প্রবণতা দেখা যায়। লিও-ও তেমনই একটি বেড়াল।

img

তবে চোর ধরা পড়লেও যাঁদের পোশাক চুরি গিয়েছে তাঁরা অবশ্য খুব একটা রেগে নেই। বরং পাড়ার ভালবেসে তার নাম রাখা হয়েছে ‘লিওনার্দো দা পিঞ্চি’।

img

আন্তর্জাতিক সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবর অনুযায়ী লিওর বয়স এখন ১৫ মাস। যখনই সে বাইরে ঘুরতে বেরোয়, তখনই কিছু না কিছু মুখে করে নিয়ে আসে।

img

সিল্কের দামী অন্তর্বাস থেকে দামী কাশ্মীরি উলের সোয়েটার সবই চুরি করে এনেছে সে।

img

লিওর মালিক হেলেন নর্থ অবশ্য নিজের পোষ্যের এহেন কীর্তিতে যারপরনাই বিড়ম্বনায় পড়েছেন। নিরুপায় হয়ে তিনি শেষ পর্যন্ত পাড়ার লোকজনদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন।

img

সেই গ্রুপেই লিওর চুরি করে আনা পোশাকের ছবি পোস্ট করেন তিনি, সেখানেই যার পোশাক তিনি এসে পোশাকটি নিয়ে যান। এতো কিছুর পরেও অবশ্য লিওকে খুবই ভালবাসে পাড়ার লোক।