পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
Akash Debnath
বুধবার, 20 আগস্ট 2025
1
9
পাড়া থেকে চুরি হয়ে যাচ্ছে মহিলাদের অন্তর্বাস! গোটা ঘটনায় তটস্থ গোটা এলাকা। কে করছে এমন কাজ? যৌন বিকৃতমনষ্ক ব্যক্তি নাকি এর নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য?
2
9
নিউ জিল্যান্ডের অকল্যান্ডের মিরাঙ্গি বে এলাকায় কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে তুমুল শোরগোল। অবশেষে প্রশাসনের তৎপরতায় ধরা পড়ল চোর। চোরের নাম লিও!
3
9
ধরা পড়লেও গ্রেফতার করা হয়নি লিওকে। অথচ নিজের ‘অপরাধ’ নিয়ে মোটেই অনুতপ্ত নয় সে। এমনকী জেরা করার পরেও উত্তরে সে একটিই মাত্র শব্দ উচ্চারণ করছে - ‘ম্যাও’। কারণ লিও মানুষ নয়, একটি হুলো বেড়াল!
4
9
শুনতে অদ্ভুত লাগলেও ঘটনা একেবারে সত্যি। আসলে অনেক সময়ই বিভিন্ন পশুদের মধ্যে জিনিস পত্র কুড়িয়ে আনার প্রবণতা দেখা যায়। লিও-ও তেমনই একটি বেড়াল।
5
9
তবে চোর ধরা পড়লেও যাঁদের পোশাক চুরি গিয়েছে তাঁরা অবশ্য খুব একটা রেগে নেই। বরং পাড়ার ভালবেসে তার নাম রাখা হয়েছে ‘লিওনার্দো দা পিঞ্চি’।
6
9
আন্তর্জাতিক সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবর অনুযায়ী লিওর বয়স এখন ১৫ মাস। যখনই সে বাইরে ঘুরতে বেরোয়, তখনই কিছু না কিছু মুখে করে নিয়ে আসে।
7
9
সিল্কের দামী অন্তর্বাস থেকে দামী কাশ্মীরি উলের সোয়েটার সবই চুরি করে এনেছে সে।
8
9
লিওর মালিক হেলেন নর্থ অবশ্য নিজের পোষ্যের এহেন কীর্তিতে যারপরনাই বিড়ম্বনায় পড়েছেন। নিরুপায় হয়ে তিনি শেষ পর্যন্ত পাড়ার লোকজনদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন।
9
9
সেই গ্রুপেই লিওর চুরি করে আনা পোশাকের ছবি পোস্ট করেন তিনি, সেখানেই যার পোশাক তিনি এসে পোশাকটি নিয়ে যান। এতো কিছুর পরেও অবশ্য লিওকে খুবই ভালবাসে পাড়ার লোক।