আজকাল ওয়েবডেস্ক: আবার টসে হার সূর্যকুমার যাদবের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ তে প্রথমে ব্যাট করবে ভারত। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আইডেন মার্করাম। ভারতীয় দলে তিনটে পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের জায়গায় খেলছেন ওয়াশিংটন সুন্দর। শুভমন গিলের জায়গায় দলে ফিরছেন সঞ্জু স্যামসন। হর্ষিত রানার জায়গায় দলে ফিরছেন যশপ্রীত বুমরাও। আহমেদাবাদে প্রথমবার টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমার জানিয়ে দেন, টসে হার নিয়ে ভাবিত নয়। তাঁরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। সূর্যকুমার বলেন, 'টসে জিতলে আমরা ব্যাট করতেই চেয়েছিলাম। তাই টসে হার পার্থক্য গড়ে দেয়নি। আমরা বড় রান করতে চাই। তারপর দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে চাই। এখানে শিশির পড়ার সম্ভাবনা কম। তাই বোলাররা সমস্যায় পড়বে না। স্টেডিয়ামে দারুণ পরিবেশ। আমি এখানে খেলতে ভালবাসি। আমরা সিরিজ ২-১ এ এগিয়ে। কিন্তু সেই নিয়ে ভাবছি না। ভাল ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চাই।'
আহমেদাবাদে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান মার্করাম। প্রোটিয়া অধিনায়ক বলেন, 'এই ভেন্যুতে বিশ্বকাপের কয়েকটা ম্যাচ আছে। আমরা তার প্রস্তুতি সারতে চাই।' চোটের জন্য শুভমন গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তাঁর পরিবর্তে খেলার সম্ভাবনা ছিল সঞ্জু স্যামসনের। শেষমেষ তাই হল। আবার ওপেনিংয়ে ফিরছে পুরোনো জুটি। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন সঞ্জু। শনিবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হবে। তার আগে এটা সঞ্জুর সামনে বড় সুযোগ। ভারতের ওপেনিংয়ে আবার বিধ্বংসী জুটিতে দেখতে চায় অনেকে। এদিন টসের আগে গৌতম গম্ভীরের সঙ্গে আলাদা আলোচনা করতে দেখা যায় গিলকে।
পাঁচ ম্যাচের টি -২০ সিরিজে ২-১ এ এগিয়ে আছে ভারত। শুক্রবার জিতলেই সিরিজ পকেটে। হারলে সিরিজ ড্র। টেস্ট সিরিজ হারলেও সাদা বলের ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। একদিনের সিরিজ জয়ের পর টি-২০ তেও এগিয়ে। আহমেদাবাদে জিতলেই বাজিমাত। টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার কিছুটা আক্ষেপ হয়ত ঘুঁচবে। তবে হারলে সিরিজ ড্র। যার আপ্রাণ চেষ্টা করবে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে এটাই প্রোটিয়াদের সেরা পারফরম্যান্স। জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। দ্বিতীয় টি-২০ তে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। আবার তৃতীয় ম্যাচ ড্র। কুয়াশার জন্য লখনউয়ে চতুর্থ টি-২০ বাতিল হয়ে যায়। পঞ্চম তথা শেষ টি-২০ তে অবশ্য তেমন ভয় নেই।
