আজকাল ওয়েবডেস্ক: বন্ধ ট্রলি। তার ভেতর থেকেই উদ্ধার হল সাড়ে তিন বছরের শিশুর গলাকাটা দেহ। তার বাড়ির অদূরেই ওই ট্রলি উদ্ধার হয়েছে। নৃশংস এই শিশু খুনের ঘটনায় তার বাবার অভিযোগের তীর মায়ের দিকে। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের মেয়েকে খুন করেছে মা।

ঘটনাস্থল বিহারের মুজফফপুর নগর। উদ্ধার হওয়া শিশুর নাম মিষ্টি কুমারী। রামবাগের মনোজ কুমারের মেয়ে সে। একটি লাল ট্রলির মধ্যে ওই সাড়ে তিন বছরের শিশুর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই শিশুর গলা কাটা ছিল, দেহ ট্রলির মধ্যে ভরে ফেলা হয়েছিল তাদেরই বাড়ির অদূরে। 

শিশুর বাবা অর্থাৎ মনোজ কুমারের অভিযোগ, মেয়ের এই নৃশংস হত্যার পিছনে রয়েছে তার মা। শিশুটির মা কাজল কুমারী, বয়স ২৫। তাঁর কোনও খোঁজ নেই, বন্ধ ফোনও। পরিবারের অভিযোগ, যে ট্রলি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছে, সেটি তার মামা অর্থাৎ কাজলের ভাইয়ের।

 

পরিবার জানাচ্ছে, শুক্রবার রাতে ওষুধ কেনার জন্য মিষ্টিকে সঙ্গে নিয়ে বাইরে যায় কাজল, একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথাও জানিয়েছিল বাড়িতে। তবে আর ফেরেনি। রাত পর্যন্ত তারা না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। মনোজ এবং তার পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত অন্য সম্পর্কে জড়িত ছিল কাজল।