আজকাল ওয়েবডেস্ক: চলছে ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজ। আপাতত সিরিজের ফল ১–১। রবিবার সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ।
সেই ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরের জন্য এল খারাপ খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়ল ভারত।
ইংল্যান্ডের সঙ্গে ২–২ সিরিজ ড্র হয়েছিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। ০–২ ব্যবধানে। এরপর পয়েন্ট তালিকায় পতন হয়েছিল। তার উপর ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ভারতের চিন্তা আরও বাড়িয়ে দিল নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে কিউয়িরা। আর পয়েন্ট তালিকায় প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছে টিম ইন্ডিয়া।
তবে শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে এই মুহূর্তে ২–০ এগিয়ে স্মিথরা। দুই ও তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। চারে নিউজিল্যান্ড। পাঁচে আছে পাকিস্তান। ভারত চলে গিয়েছে ছয়ে। সাতে আছে ইংল্যান্ড।
পাঁচ টেস্টের সবকটি জিতে ১০০ পয়েন্ট শতাংশ নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। চারটি টেস্ট খেলে ৭৫ পয়েন্ট শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। দু’টি টেস্ট খেলে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের পর চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড উঠে আসায় পাকিস্তান নেমে গিয়েছে পঞ্চম স্থানে। দু’টি টেস্টের পর শান মাসুদদের পয়েন্ট শতাংশ ৫০। ভারত রয়েছে নয় নম্বরে। ন’টি টেস্ট খেলে শুভমানদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অ্যাশেজ সিরিজের প্রথম দুটি টেস্টে হারের পর সপ্তম স্থানে ইংল্যান্ড। সাতটি টেস্ট খেলার পর বেন স্টোকসদের পয়েন্ট শতাংশ ৩০.৯৫। অষ্টম স্থানে বাংলাদেশ। দু’টি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাতটি টেস্ট খেলার পর ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ৪.৭৬।
যা পরিস্থিতি এখান থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে অসাধ্যসাধন করতে হবে টিম ইন্ডিয়াকে। ভারতের সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হারটা।
ভারত আবার সেই টেস্ট সিরিজ খেলবে জুন মাস নাগাদ। শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে সূচি এখনও ঘোষিত হয়নি। সেটা অবশ্য ভারতের অ্যাওয়ে সিরিজ। অর্থাৎ ফের স্পিন সামলাতে হবে। কিন্তু এই ভারতীয় দল তো স্পিন খেলতেই পারে না।
