আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক তামিল ছবি ‘মধরাসি’-র বিপুল বক্স অফিস সাফল্যের পর অভিনেতা বিদ্যুৎ জামওয়াল এখন আলোচনার কেন্দ্রে। এই অ্যাকশন থ্রিলার এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন শিবাকার্তিকেয়ন। কিন্তু খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন বিদ্যুৎ। এই ছবির মাধ্যমেই বহু বছর পর দক্ষিণী ছবির আঙিনায় ফিরলেন তিনি। এরই মধ্যে ঘোষিত হয়েছে তাঁর হলিউড অভিষেকের খবরও। জনপ্রিয় ছবি ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন লাইভ-অ্যাকশন সংস্করণে দেখা যাবে তাঁকে।
এমন এক আবহে অভিনেতার অনুরাগীরা অভিযোগ তুলেছেন, বলিউড তাঁর প্রতিভা ব্যবহার করতে পারেনি। অবহেলা করা হয়েছে তাঁকে। অনুরাগীদের এই ক্ষোভের সঙ্গে সহমত পোষণ করেছেন খোদ বিদ্যুৎও।
বিদ্যুতের বহু অনুরাগী ‘মধরাসি’ ছবিতে তাঁর অভিনয়ের নানা ঝলক ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। ‘স্ট্রিট ফাইটার’-এর ঘোষণার পর পশ্চিমা দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন বিদ্যুৎ। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই আপডেটও। ইনস্টাগ্রামে একটি মিমে ‘মধরাসি’ ছবিতে বিদ্যুতের একটি ছবির সঙ্গে লেখা হয়েছে: “বলিউড এই মানুষটির ক্ষমতার কদর করতে ব্যর্থ।” একইভাবে, টুইটারে এক বিদেশি অনুরাগী বিদ্যুতের চেহারার প্রশংসা করে লিখেছেন, “লাইভ-অ্যাকশন স্ট্রিট ফাইটার-এ যিনি ঢালসিমের চরিত্রে অভিনয় করছেন, তিনি অসম্ভব সুদর্শন।” এই টুইটের উত্তরে এক ভারতীয় অনুরাগী লেখেন, “ইশ, যদি ভারতীয় চলচ্চিত্র জগৎ নিজেদের আসল ক্ষমতাটা বুঝত! কিন্তু তার বদলে তারা বছরের পর বছর মাঝারি মানের ছবি বানিয়েই চলেছে।”
অনুরাগীদের করা এই দু’টি পোস্টই বিদ্যুৎ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এর পাশাপাশি আরও একাধিক পোস্টে ‘মধরাসি’-তে তাঁর কাজের প্রশংসা এবং ‘স্ট্রিট ফাইটার’-এ সুযোগ পাওয়ার জন্য জানানো শুভেচ্ছাবার্তাও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
প্রসঙ্গত, এ আর মুরুগাদোস পরিচালিত ‘মধরাসি’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ভারতে মাত্র পাঁচ দিনেই এই ছবি ৪৪ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির গল্প এবং অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে পরিচালকের বিগত কয়েক বছরের সেরা কাজ বলেও অভিহিত করছেন।
অন্য দিকে, নতুন ‘স্ট্রিট ফাইটার’ রিবুটের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে বিদ্যুতের। জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে তাঁকে যোগী ঢালসিমের চরিত্রে দেখা যাবে, যিনি মুখ থেকে আগুন ছুড়তে পারেন। কিটাও সাকুরাই পরিচালিত এই ছবিতে অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, জেসন মোমোয়া, ক্যালিনা লিয়াং, রোমান রেইনস, অরভিল পেক, কোডি রোডস, অ্যান্ড্রু শুলজ, কার্টিস ‘ফিফটি সেন্ট’ জ্যাকসন এবং ডেভিড ডাস্টমালচিয়ানের মতো একঝাঁক তাবড় হলিউড তারকা রয়েছেন। ফলে তাঁদের মধ্যে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য বেশ গর্বিত বিদ্যুৎ।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
এর আগেও একাধিক অভিনেতার মুখ থেকে শোনা গিয়েছে একই ধরনের অভিযোগ। বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, বলিউডের বাইরে থেকে আসা কোনও অভিনেতা বা শিল্পীকে কাজ পেতে অনেক বেশি সমস্যা পোহাতে হয়। উদাহরণ হিসেবে উঠে আসে সুশান্ত রাজপুত-এর মতো অভিনেতার কথা। বিদ্যুৎ জামওয়াল-ও বেশ কিছুদিন ধরে বলিউডে রয়েছেন। কিন্তু এখনও সেই অর্থে তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। তাঁর অনুরাগীদের অনেকেই এর জন্য বলিউডের ‘নেপোটিজম’ বা স্বজনপোষণকেই দায়ী করেন।
