বিয়ে মানেই জীবনের এক বিশেষ দিন। সেই দিনে নিজেকে মধ্যমণি করে তুলতে চান সকল কনেই। যার জন্য আগে থেকেই পরিচর্যা দরকার। বিশেষ করে শীতকালের বিয়েতে ত্বক ও চুলের বিশেষ যত্ন প্রয়োজন। অনেক সময় কিছু সাধারণ ভুলের কারণে শেষ মুহূর্তে ত্বকে সমস্যা দেখা দেয়, যা পুরো লুকটাই নষ্ট করে দিতে পারে। তাহলে শীতের বিয়েতে কনেরা কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন, জেনে নিন-
১. বিয়ের একেবারে আগে ভ্রু বা ফেসিয়াল করানোঃ অনেক কনে বিয়ের আগের দিন বা দু’দিন আগে ভ্রু প্লাকিং, ওয়াক্সিং বা ফেসিয়াল করান। শীতকালে ত্বক এমনিতেই শুষ্ক ও সংবেদনশীল থাকে। এর উপর এসব ট্রিটমেন্ট করলে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা বা ছোট ছোট র্যাশ ওঠার আশঙ্কা থাকে। ফলে বিয়ের দিন মেকআপ ঠিকমতো বসে না। তাই এসব কাজ অন্তত এক সপ্তাহ আগে করে নেওয়াই সবচেয়ে ভাল।
২. মেকআপ ট্রায়াল না করাঃ অনেকেই ভাবেন, ভাল মেকআপ শিল্পী থাকলে ট্রায়ালের দরকার নেই। কিন্তু এটি বড় ভুল। মেকআপ ট্রায়াল না করলে বিয়ের দিন লুক পছন্দ না হওয়া, ফাউন্ডেশনের শেড ঠিক না বসা বা চোখের মেকআপ মানিয়ে না যাওয়ার সমস্যা হতে পারে। এক্ষেত্রে আগে ট্রায়াল করলে নিজের পছন্দ-অপছন্দ পরিষ্কার বোঝা যায়।
৩. নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করাঃ বিয়ের আগে ত্বক আরও উজ্জ্বল করার অনেক কনে নতুন ক্রিম, সিরাম বা ফেসপ্যাক ব্যবহার শুরু করেন। কিন্তু নতুন প্রোডাক্টে অ্যালার্জি বা হওয়ার ঝুঁকি থাকে। শীতকালে এই সমস্যা আরও বেশি হয়। তাই বিয়ের আগে পরিচিত ও পরীক্ষিত প্রোডাক্টই ব্যবহার করা উচিত।
৪. বোটক্স বা ফিলার নেওয়াঃ আজকাল অনেকেই মুখ আরও মসৃণ ও টানটান করার জন্য বোটক্স বা ফিলার করান। কিন্তু এসব ট্রিটমেন্টের ফল একেবারে সঙ্গে সঙ্গে আসে না। কখনও ফোলা বা দাগও থাকতে পারে। বিয়ের ঠিক আগে করলে তা ঠিক হওয়ার সময় পাওয়া যায় না। তাই এসব ট্রিটমেন্ট অন্তত ১–২ মাস আগে করা দরকার।
৫. ত্বক ময়েশ্চারাইজ না করাঃ শীতে ত্বক খুব সহজেই শুকিয়ে যায়। অনেক কনে মেকআপের কথা ভেবে ময়েশ্চারাইজার কম ব্যবহার করেন। এর ফলে ত্বক রুক্ষ দেখায় এবং মেকআপ ফেটে যেতে পারে। বিয়ের কয়েক সপ্তাহ আগে থেকেই নিয়মিত ময়েশ্চারাইজ করা খুব জরুরি।
