অস্ট্রেলিয়ার বন্ডি বিচ থেকে শুরু করে পহেলগাঁয়ের হামলা, ২০২৫ সালে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে প্রাণঘাতী জঙ্গি হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। আজকের প্রতিবেদনে এমন সাতটি ঘটনার কথা তুলে ধরা হল যা বিশ্বজুড়ে উগ্রপন্থী হিংসার ব্যাপকতাকে উন্মোচিত করেছে।
2
8
বন্ডি বিচ, অস্ট্রেলিয়া: ১৪ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে একটি হানুক্কা মেনোরা অনুষ্ঠানে দুই বন্দুকধারী গুলি চালায়। এই হামলায় একজন হামলাকারী-সহ অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন। পুলিশ বাবা-ছেলের এই হামলাকে একটি ইহুদিবিদ্বেষী ঘৃণামূলক অপরাধ হিসেবে বর্ণনা করেছে। পরে তাঁদের গাড়ি থেকে একটি সন্দেহভাজন হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়।
3
8
আত্মঘাতী বোমা হামলা, ইসলামাবাদ, পাকিস্তান: ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদে জেলা বিচারিক কমপ্লেক্সের বাইরে একজন আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। এতে হামলাকারী-সহ ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হন। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠী জামাত-উল-আহরার এই হামলার দায় স্বীকার করে। এটি ছিল গত প্রায় এক দশকে পাকিস্তানের রাজধানীতে সবচেয়ে মারাত্মক হামলা ছিল।
4
8
লালকেল্লা গাড়ি বিস্ফোরণ, দিল্লি: ২০২৫ সালের ১০ নভেম্বর পুরনো দিল্লির লালকেল্লার কাছে একটি বড় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যার ফলে অন্তত ১৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন। ভারতীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটিকে একটি জঙ্গি কর্মকাণ্ড হিসেবে ঘোষণা করেছে এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর তদন্ত করছে।
5
8
কোমান্ডা গণহত্যা, ডিআর কঙ্গো: ২০২৫ সালের ২৭ জুলাই ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে যুক্ত বিদ্রোহীরা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশের কোমান্ডা শহরে একটি প্রার্থনাসভার সময় বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায়। এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
6
8
মীর আলি হামলা, পাকিস্তান: ২০২৫ সালের ২৮ জুন উত্তর ওয়াজিরিস্তানের মীর আলিতে পাকিস্তান সেনাবাহিনীর গাড়ির বহরকে লক্ষ্য করে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে হামলাকারী-সহ অন্তত ১৬ জন সেনা নিহত এবং বেসামরিক নাগরিকসহ ২৯ জন আহত হন। পাকিস্তানি তালিবানের একটি অংশ হাফিজ গুল বাহাদুর গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
7
8
পহেলগাঁও হামলা, পাকিস্তান: ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরণ উপত্যকায় (যা ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে পরিচিত) একটি বড় জঙ্গি হামলা হয়। এই হামলায় একদল পর্যটককে নিশানা করা হয়েছিল। ২৬ জন নিহত হন (২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা) এবং প্রায় ২০ জন আহত হন।
8
8
খুজদার স্কুল বাসে বোমা হামলা, পাকিস্তান: বালুচিস্তানের খুজদারে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি স্কুল বাসে গিয়ে ধাক্কা দিলে শিশুসহ ১১ জন নিহত এবং ৫৩ জন আহত হয়। হামলার দায় চাপানো হয় বালুচিস্তান লিবারেশন আর্মির উপর। এই হামলাটি শিক্ষার্থীদের লক্ষ্য করে চালানো হয়েছিল, যা ব্যাপক শোকের সৃষ্টি করে পাকিস্তানজুড়ে।