সবকিছু অত্যন্ত গোপন রেখে বিয়ের পিঁড়িতে টলিউডের ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী। একজনকে ইতিমধ্যেই দর্শকেরা দেখছেন এক জনপ্রিয় ধারাবাহিকে। প্রথমবার টলিউডের সমকামী বিয়ে! তবে কাক-পক্ষীকেও টের পেতে দেওয়া হয়নি এই বিয়ের কথা। প্রেম করার কথাও যদিও জানতে পারেননি তেমনভাবে কেউ। এই দুই অভিনেত্রীর সমাজমাধ্যমে একে অপরের সঙ্গে নেই কোনও ছবি। তবে মাঝেমধ্যেই একে অপরের ছবিতে 'লাভ রিয়্যাক্ট' দিয়ে যান। এর আগে টলিউড একাধিক সমকামী প্রেমের সাক্ষী থাকলেও এই প্রথমবার বিয়ের পিঁড়িতে দুই অভিনেত্রী। 

 

 

তাঁদের মধ্যে একজনকে ইতিমধ্যেই জনপ্রিয় ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাচ্ছেন দর্শক। ধারাবাহিকের ক্ষেত্রে বয়স অনেকটা বেশি থাকলেও বাস্তবে তেমনটা নন তিনি। তবে পর্দার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন সমাজমাধ্যমে তুলে ধরতে ভালবাসেন এই অভিনেত্রী। অন্য অভিনেত্রীকে দর্শক দেখেছিলেন কিছুদিন আগে এক ধারাবাহিকে। এরপর বড়পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করলেও সেই ছবি তেমনভাবে সাড়া ফেলেনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি জনপ্রিয় মডেল। 

 

 

শোনা যাচ্ছে, অত্যন্ত গোপনে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন দুই অভিনেত্রী। আমন্ত্রিত রয়েছেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীও। তবে আমন্ত্রিতদের তালিকা একশোর বেশি নয়। এমনকী সূত্রের খবর বিয়ে বাড়িতে কোন ছবি তোলাও নাকি বারণ। একান্তই যদি ছবি তোলা হয় তাহলে সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করা যাবে না। সম্ভবতই দুই অভিনেত্রীই এই মুহূর্তে তাঁদের সম্পর্ক খুব একটা সামনে আনতে চাইছেন না।  

 

 

একজন অভিনেত্রী হিসেবে যাত্রা খুব বেশিদিন শুরু না করলেও আরেকজনের দীর্ঘ যাত্রাপথ। এর আগেও তাঁর সঙ্গে আরেক অভিনেত্রীর সম্পর্কের কথা শোনা যায়, তবে তার শেষ ছিল একেবারেই অপ্রত্যাশিত। তবে সব খারাপ কিছু ভুলে আবার নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি রয়েছে নিজের ব্যবসাও। কর্মক্ষেত্রে নিজেকে ঠিক মতো গুছিয়ে নিয়ে এবার নতুন জীবন শুরু করলেন তিনি। 

 


সমকামী প্রেম বা বিয়ে এখন অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। দু'জন মানুষের একসঙ্গে ভাল থাকাটাই আসল কথা, এক্ষেত্রে জাতি ধর্ম লিঙ্গ কোনওটাই গুরুত্ব পায় না। তবে টলিউডে এইভাবে বিয়ে প্রথমবার। তাঁদের এই প্রেমের কথা টলিউডের অনেকে জানলেও তা প্রকাশ্যে আনেননি কেউই। সম্ভবত, এই মুহূর্তে নিজেদের বিয়ের কথা জানাবেন না এই দুই অভিনেত্রী। তাঁদের শুভাকাঙ্ক্ষীরা চান, ভাল থাকুক এই দুই অভিনেত্রী, ধারাবাহিকের গল্পের মতই চিরদিনই একে অপরের হয়ে থাকুক তাঁরা।