আজকাল ওয়েবডেস্ক: নিত্যযাত্রীদের আরও স্বাচ্ছন্দের জন্য পদক্ষেপ করল কলকাতা মেট্রো। আগামী সোমবার, ১৫ ডিসেম্বর থেকে জয় হিন্দ বিমানবন্দর (কলকাতা বিমানবন্দর) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি পরিষেবা চালু হতে চলেছে। 

মেট্রো কর্তৃপক্ষ শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সকালে বা সন্ধ্যায় দমদম বিমানবন্দরে আগত বিমানযাত্রী এবং অন্যান্য যাত্রীদের সুবিধার জন্য, মেট্রো রেল সোমবার, ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি পরিষেবা চালু করতে চলেছে।

মেট্রো আরও জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত এই রুটে দু’টি সরাসরি মেট্রো পরিষেবা (একটি সকালের ব্যস্ত সময়ে এবং অন্যটি সন্ধ্যার শেষ দিকে) চলাচল করবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে এই দুটি পরিষেবা যে সকল যাত্রীরা ব্যবহারকারী করবেন তাঁদের এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরামের মতো জায়গায় যেতে  নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না।

জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এই দু’টি সরাসরি পরিষেবার প্রথমটি সকাল ০৯টা ৩৬ মিনিটে দেওয়া হবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে দ্বিতীয় সরাসরি ট্রেনটি রাত ৯টায় ছেড়ে যাবে।

মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে, এই পরীক্ষামূলক পরিষেবাগুলি বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম বা কলকাতা এবং তার আশেপাশের অন্যান্য স্থানে একটি নির্বিঘ্ন ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে।

প্রসঙ্গত, গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয় নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো রুটের। তার পরে গত ২৫ অগস্ট থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এই রুটটি। মেট্রোর ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনের অনেক যাত্রীই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে ইয়েলো লাইনের মেট্রো পরিষেবা ব্যবহার করেন।