দেশের দীর্ঘ পথ যুক্ত করে রেখেছে ভারতীয় রেল। দৈনন্দিন বহু মানুষ, রেলপথেই যাতায়াত করে থাকেন। দৈনন্দিন ১৩ হাজারের বেশি ট্রেন চলাচল করে থাকে দেশজুড়ে।
2
7
ভারতীয় রেলের নকশা কেমন? ট্রেনের জন্য অপেক্ষা করার সময় নজরে থাকে, কোন কামরায় কী লেখা থাকছে সেটিও। কোনটি রিজার্ভেশন, কোনটি মহিলা কামরা, তা দেখেই ট্রেনে চাপেন লোকজন।
3
7
তবুও বহুক্ষেত্রে কৌতূহল বাকিও থেকে যায়। তারমধ্যেই একটি রেলের কোচের গায়ে থাকা 'EV'শব্দটি। জানেন কেন রেলের কোচের গায়ে ইংরেজি হরফে লেখা থাকে 'EV'(ইভি)?
4
7
ইভি শব্দটির পুরো অর্থ এক্সিকিউটিভ ভিস্তাডোম। এই দুটি শব্দ শুনেই প্রাথমিক ধারণা করা যেতেই পারে, কি আছে কামরার ভিতরে।
5
7
এই ধরনের কামরার উপরের ছাদ হয় কাঁচের। যাতে যাত্রীরা যাতায়াতের সময় আকাশও দেখতে পান। জানলাগুলিও অন্যান্য জানলার থেকে আলাদা নকশার হয়ে থাকে। আয়তনে বড় হয়।
6
7
সবথেকে আলাদা হয় এই কামরার চেয়ারগুলি। চেয়ারগুলি ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়।
7
7
এখন প্রশ্ন, এই ভিস্তাডোম কোচ কি সব ট্রেনে থাকে? অনেকসময় পাহাড়ি অঞ্চল, বিস্তীর্ণ তৃণভূমি, হ্রদ, জলপ্রপাতের মধ্য দিয়ে কিংবা পাশদিয়ে যেসব ট্রেন যায়, সেগুলিতে এই ব্যবস্থা থাকে। অর্থাৎ বিশেষভাবে পর্যটনের জন্যই এই ধরনের কামরার ব্যবস্থা করা হয়ে থাকে।