Sarod
Sarod

মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে

img

আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক অভিযোগ উঠল বাঙালি অভিনেত্রী অনুষ্কা মনি মোহন দাসের বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানে থেকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে আটক করা হয়েছে অভিনেত্রীকে।

img

ইনস্টাগ্রামে-এ তাঁর পরিচয় হিসেবে লেখা অভিনেত্রী, মডেল এবং কন্টেন্ট ক্রিয়েটর। বলিউডে নৃত্যশিল্পী হিসাবেও কাজ করেন বলে নিজের বায়োতে লিখেছেন অনুষ্কা। নিজেকে পরিচয় দিয়েছেন ‘মুন’ দাস নামে।

img

অভিনেত্রী নাকি কাজ করেছেন র‍্যাপার হানি সিং এবং গায়ক মিকা সিং-এর সঙ্গেও।

img

বাংলা ছবিতেও কাজ করার ইতিহাস রয়েছে ৪১ বছর বয়সি এই অভিনেত্রীর। লোফার ছবিতে বাংলায় কাজ করেছেন তিনি।

img

পুলিশের অভিযোগ, অভিনয় করতে চান এমন মহিলাদের দেহ ব্যবসার দিকে ঠেলে দিতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। অভিযোগ, মুম্বাই আহমেদাবাদ হাইওয়েতে একটি মলে ছদ্মবেশী পুলিশকর্মীদের দেখা করতে বলেন অভিনেত্রী।

img

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন অফিসার ছদ্মবেশে গ্রাহক হিসাবে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। টাকা আদান-প্রদানের সময় হাতেনাতে ধরা হয় অনুষ্কাকে।

img

পুলিশ কর্তা মদন বল্লাল জানিয়েছেন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও দুই নায়িকাকে। দু’জনেই বাংলা সিরিয়াল এবং বাংলা ছবিতে কর্মরত বলে দাবি করেছেন তিনি। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

img

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩(৩) ধারায় মামলা করা হয়েছে। মানব পাচারের অভিযোগেও দায়ের হয়েছে মামলা

img

এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা বোঝার জন্য তদন্ত করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে তাও।