সম্প্রতি বিমান নিয়ে দেশজুড়ে ব্যাপক চর্চা। চর্চা হয়েছে বিমান চালকদের নিয়েও। আর বিমান চালকদের নিয়ে চর্চা প্রসঙ্গে উঠে এসেছে আরও একটি আলোচনা।
2
8
বিমানচালকদের বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ করলে দেখা যাবে, তাঁরা ক্লিন শেভড। অর্থাৎ গালে দাড়ি নেই। কেন? এ কি নিছক স্টাইল? নাকি তার পিছনে রয়েছে কোনও কড়া নিয়ম? তারই খোঁজ রইল এই প্রতিবেদনে।
3
8
তথ্য কী? তথ্য, একজন পেশাদার বিমানচালকদের যে বেশকয়েকটি কড়া নিয়ম মেনে চলতেই হয়, তারমধ্যে অন্যতম দাড়ি না রাখতে পারার বিষয়টি।
4
8
এক কথায় বলতে গেলে, এই নিয়মের পিছনে কারণ, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার।
5
8
কারণ হিসেবে জানা গিয়েছে, বিমান যখন মাঝআকাশে, উচ্চমাত্রায় উড়তে থাকে, তখন নানা সময়ে নানা কঠিন পরিস্থিতি তৈরি হয়। বহুক্ষেত্রে কেবিন প্রেসার কমে যায়। তখন সজ্ঞান থাকতে বিমান চালকদের তড়িঘড়ি অক্সিজেন মাস্ক পরতে হয়।
6
8
এই অক্সিজেন মাস্ক পরার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল, সেটি এমনভাবে পরতে হবে, যাতে তা মুখমণ্ডলের বিশেষ অংশের সঙ্গে সিল হয়ে বসে। যাতে বাইরের বাতাস ঢুকতে না পারে।
7
8
তথ্য, চালকদের দাড়ি থাকলে, অক্সিজেন মাস্ক মুখমণ্ডলের বিশেষ অংশের সঙ্গে সিল হতে পারে না। ১৯৮৭ সালের এক গবেষোণায় দেখা যায়, চালকদের দাড়ি থাকলে অক্সিজেন মাস্ক থেকে ১৬% থেকে ৬৭% পর্যন্ত লিকেজ হয়ে থাকে।
8
8
তবে বেশকিছু বিমান সংস্থা বিমান চালকদের গোঁফ বা নির্দিষ্ট ছাঁটের দাড়ি রাখার অনুমোদন দেয়। তবে সেভাবেই, যাতে তা অক্সিজেন মাস্ক পরার পরিস্থিতিতে কোনওরকম ব্যাঘাত না ঘটায়।