সংবাদসংস্থা মুম্বই: পরিচালক অনুরাগ কাশ্যপ-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা পঙ্কজ ঝা। বলিউডের অন্দরে চলা রাজনীতি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর কাছেই প্রথম ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে ‘সুলতান কুরেশি’-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল। তখন পটনায় ছিলেন অভিনেতা। ফোনে চরিত্র নিয়ে চূড়ান্ত কথাবার্তা সারেন মুকেশ ছাবড়া। কিন্তু তিনি মুম্বই ফিরে এসে দেখেন, চরিত্রটিতে পঙ্কজ ত্রিপাঠী অভিনয় করছেন। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্ত নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে।
পঙ্কজ ঝা ওই সাক্ষাৎকারে আরও বলেন, “আমার আড়ালে যে রাজনীতি হয় তা নিয়ে আমি পরোয়া করি না। যে ব্যক্তি এই রাজনীতি করছে সিনেমার জগতে, তাঁর সাহস থাকলে তিনি সামনে থেকে এসে কাজ করতেন। এইভাবে আড়ালে থেকে যাঁরা রাজনীতি করেন, তাঁদের আমি কাপুরুষ মনে করি।
আমাদের বলিউডে এমন কিছু মানুষ আছেন যাঁরা সুযোগ সন্ধানী। তাঁদের মেরুদন্ডহীন ছাড়া কিছু মনে হয়না আমার। নিজের যোগ্যতায় কিছু অর্জন করাটা অনেক সুখকর বলে আমার বিশ্বাস।"
প্রসঙ্গত, ‘গ্যাংস অফ ওয়াসেপুর' ঘিরে বিবাদের কারণে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি পঙ্কজ ঝাঁ ও অনুরাগ কাশ্যপকে। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'-এর তৃতীয় সিজনে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা পঙ্কজ ঝা।
