আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটায় ঠিক ১১.৩০। যুবভারতীতে ঢুকল মেসির গাড়ি। তখন মাঠে চলছে মোহনবাগান অল স্টার্স বনাম ডায়মন্ডহারবার মেসি অল স্টার্স ম্যাচ।
মেসি মাঠে ঢুকতেই থামানো হল ম্যাচ। গোটা স্টেডিয়াম তখন উত্তপ্ত মেসি মেসি চিৎকারে। গাড়ি থেকে নেমে পুরো ছবি দেখে চমকে গেলেন মেসি নিজেই।
লিও-র সঙ্গে সঙ্গে নামলেন সুয়ারেজ এবং ডি পল। মেসির পরনে ছিল কালো টি-শার্ট। যুবভারতীর ছবি দেখে এক মুখ হাসি। হাত নাড়লেন দর্শকদের উদ্দেশ্যে।
মেসি গাড়ি থেকে নেমে দুই দলের সদস্যদের সঙ্গে হাত মেলালেন। সঙ্গে ছিলেন দেবাশিস দত্ত এবং শৃঞ্জয় বোস। তাঁদের সঙ্গেও কথা বললেন তিনি।
ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামের গোলে শট মারার কথা রয়েছে মেসির। তিনি ঢুকতেই ওড়ানো হল সাদা বেলুন। গ্যালারি জুড়ে চলছে 'We want messi ধ্বনি'।
সাম্প্রতিককালে কলকাতা ডার্বিতে যা হয়নি, মেসি ম্যাচকে কেন্দ্র করে সেটা হল। কানায় কানায় ভর্তি গ্যালারি। ৬৫ হাজার মেসি ভক্ত।
সকাল সাড়ে আটটায় যুবভারতী ক্রীড়াঙ্গনের সমস্ত গেট খুলে দেওয়া হয়। যদিও তার অনেক আগে থেকেই গেটের বাইরে ভিড় জমতে থাকে।
যানজট চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সকাল থেকেই সক্রিয় পুলিশ। তবে বেলা বাড়তেই স্টেডিয়াম সংলগ্ন একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সাইয়ের পর থেকে যুবভারতীর তিন নম্বর গেট পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। স্টেডিয়ামের গেট খোলার একঘণ্টার মধ্যে যুবভারতীর ৫০ শতাংশ ভরে যায়।
১০ টার মধ্যে সমস্ত দর্শক আসন ভরে যায়। মেসি পদার্পণ করার আগে থেকেই যুবভারতীতে শুরু মেসি লগ্ন। গ্যালারিতে হাজার হাজার মেসি।

কেউ আর্জেন্টিনার জার্সি পরে, কেউ বার্সেলোনার জার্সিতে। তবে সবার জার্সি নম্বর দশ। সকাল ন'টা থেকেই শুরু গান-বাজনা। গান করলেন অনিক ধর।
বলিউডের হিট নম্বরের পাশাপাশি ছিল মেসিকে নিয়ে বিশেষ গান। আর্জেন্টিনার ট্যাঙ্গো এবং রবীন্দ্রনৃত্য মিলিয়ে নৃত্য পরিবেশন করা হয়।
দ্বিতীয়বার মেসির পা যুবভারতীতে পড়ার আগেই তৈরি এক ম্যাজিক্যাল মুহূর্ত। সকাল ১০.১৫ মিনিট থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে প্রায় ১০.৪৫ পর্যন্ত।
স্টেডিয়ামে চারটে জায়ান্ট স্ক্রিন। তাতে বারবার ভেসে ওঠে মেসির মুখ। চিৎকারে ফেটে পড়ে গ্যালারি। মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
সকাল ১১ নাগাদ ওয়ার্ম আপ করতে নামেন মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টারের ফুটবলাররা। অপেক্ষা শুধু মেসির।
স্টেডিয়াম সংলগ্ন হোটেল থেকে নিজের মূর্তি উদ্বোধন সেরে ফেলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার হাজার হাজার ভক্তদের স্বপ্নকে সার্থক করার পালা।
