আজকাল ওয়েবডেস্ক: মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা। দর্শকদের ক্ষোভে হতাশ যুবভারতী। অভিযোগ, মাঠে মেসির সঙ্গে এত ভিড় ছিল, মেসিকে দেখতেই পাননি দর্শকরা।

রাগে মাঠে পরপর বোতল পড়তে থাকে। এমনকী, মেসির পোস্টার ছিঁড়ে মাঠে ফেলা হয়, ছুঁড়ে ফেলা হয় চেয়ার। দর্শকদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা বৃথা হল।

মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি।

তাঁকে কনভয় করে বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাঠে বোতল পড়তে থাকে, পরপর চেয়ার ছুঁড়তে থাকে। হু হু করে মাঠে ঢুকে পড়েন দর্শকরা।

মেসির সমস্ত পোস্টার ছিঁড়ে মাঠের মধ্যেই ফেলা হয়। গোট ইন্ডিয়া ট্যুরের যত পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হয়। দর্শকদের অভিযোগ, এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখা গেল না?

সেই ক্ষোভ থেকেই ছোঁড়া হল বোতল। এমনকী, মাঠে ঢুকে গোল পোস্ট ভাঙার চেষ্টা করা হয়। গ্যালারি নিমেষে ফাঁকা হয়ে যায়। মাঠে ভরে যায় দর্শকে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

যুবভারতীর অবস্থা বর্তমানে শোচনীয়। শাহরুখ খান মাঠে এসেছিলেন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। কিন্তু তার আগেই তিনি ফিরে গেলেন। পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে যুবভারতীর ডাগ আউট।

মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় দর্শকদের দখলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশ তাদের তাড়া করে। যদিও লাঠিচার্জ করা হয়নি। পুলিশের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় দর্শকরা।

পরে পাল্টা দর্শকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাঠের ছাউনিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। যুবভারতীর বাইরে বিবেকানন্দের মূর্তির সামনেও বিক্ষোভ দেখান দর্শকরা।

ধোঁয়া দেখেই তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়। এমনকী, স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের ওপরেও আক্রমণ করা হয়। আক্রমণের মুখে পড়েন চিত্র সাংবাদিকরাও।