সংবাদসংস্থা মুম্বই: বলিপাড়ার তারকারা যেখানে যান, সেখনেই গিয়ে হাজির হন ছবিশিকারির দল। বিমানবন্দর থেকে শুরু করে গোপন শুটিং সেট, রেঁস্তরা থেকে ফিল্মি পার্টি- সর্বত্রই তারকাদের ধাওয়া করে বেড়ান পাপারাৎজ্জির দল। বেশিরভাগ ক্ষেত্রেই ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ানোর আবদার মেনে নেন বলি-তারকারা। আবার কিছু ক্ষেত্রে স্থান -কাল-পাত্র ভুলে ছবিশিকারিদের উপর রাগ, বিরক্তি প্রকাশ করতেও পিছপা হন না তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপারাৎজ্জিদের সঙ্গে বিভিন্ন বলি-তারকাদের আচরণের কথা ফাঁস করলেন এক জনপ্রিয় ছবিশিকারি।

সঞ্জয় দত্তকে উদার মনের মানুষ বলে অভিহিত করেছেন ওই পাপারাৎজ্জি। বলেছেন, "একটি ঘটনার কথা বললেই বুঝতে পারবেন সঞ্জয় দত্ত কেন বাকিদের থেকে আলাদা। একবার ওঁর ছবি তোলার জন্য ওঁর ভ্যানিটি ভ্যানের পিছনে ছুটে চলেছিল আমার সংস্থার কর্মীরা। এরপর অনিচ্ছাকৃতভাবেই সঞ্জয়ের ওই বহুমূল্য গাড়িতে ধাক্কা মারে ছবিশিকারিদের গাড়ি। তারকার গাড়ির একটি অংশ তুবড়ে যাওয়ার পাশাপাশি আরও কিছু ক্ষতি হয়। দেখেশুনে ততক্ষণে মাথায় হাত ছবিশিকারিদের। তারকার সহকারীরা চিৎকার শুরু করলেও তাঁদের এসে সামলান স্বয়ং সঞ্জয় দত্ত। নিজে থেকে বলেন, কাউকে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না। তিনি নিজের খরচেই গাড়ি মেরামত করে নেবেন। এতটাই উদার মন সঞ্জয়ের!"

ওই পাপারাৎজ্জি আরও বলেন, " সঞ্জয় দত্ত, সোনু সুদ, শ্রদ্ধা কাপুর- এই ৩জন মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান"। তবে ছবি তোলার ব্যাপারে সলমনকে যে বেশ ভয় পায় ছবিশিকারিরা, সেকথাও ফাঁস করেছেন তিনি। তবে শাহরুখ খানের ছবি, ভিডিওর চাহিদা যে সবথেকে বেশি, জানালেন সেকথাও। শাহরুখের ঠিক পরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি যখন ভারতে আসেন তাঁর সেই সব সময় কাটানোর ছবিও দারুণ চড়া দামে বিক্রি হয়।
কথার একেবারে শেষে এই পাপারাৎজ্জি জানান, শুধুই ক্যামেরার সামনে নয় পাশাপাশি বাস্তবেও মানুষ হিসাবে দারুণ রণবীর সিং, সারা আলি খান, কার্তিক আরিয়ান এবং জাহ্নবী কাপুর।