আজকাল ওয়েবডেস্ক: এ যেন শেষ হয়েও শেষ না হওয়ার মতো। বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে, হাওয়া অফিস সেকথা জানিয়েছে ইতিমধ্যে। তবে তারপরেও বৃষ্টি বন্ধ হয়নি। মেঘলা আকাশ পেরিয়ে লক্ষ্মীপুজোর বিকেলেই খাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু বৃষ্টি, সঙ্গে ঘনঘন মেঘের গর্জন, বজ্রপাত। বুধবার বিকেল থেকেই খাস কলকাতায় শুরু হয় বৃষ্টি। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয় জেলা গুলিতেও।
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিলেন, বুধবার উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, হুগলি এবং দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুধু বুধবার নয়, বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত অক্ষরেখার কারণে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে।
তবে এই বৃষ্টি কবে থেকে কমবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পরিবর্তন হবে আবহাওয়ার। কমবে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের পাশাপশি, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে দিনে দিনে কমবে জলীয় বাষ্পের পরিমাণ।
