আজকাল ওয়েবডেস্ক: ভারত সফর শেষ লিও মেসির। নির্দিষ্ট দিন তিনি এদেশ ছাড়েননি। তাঁর সফরে ঝটিতি পরিবর্তন আনা হয়। অনন্ত আম্বানির অনুরোধে সূচি পরিবর্তন করেন মেসি। 

সোমবার রাতে দিল্লি থেকে গুজরাটের জামনগরে যান মেসি। তিনি বনতারা ছাড়ার পরে নানা ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। 

সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালছেন মেসি। শিবের আরাধনা করছেন মেসি। সবার সঙ্গে মন্ত্রোচ্চারণ করে বলছেন, 'হর হর মহাদেব'। কপালে তিলক কাটা, গলায় মালা তিন ফুটবল তারকার। 

সেই ভিডিওয় দেখা যাচ্ছে মেসি ধ্যানস্থ। তাঁর দুই সতীর্থও ধ্যান করছেন। দুনিয়ার মেসি ভক্তরা এই বেশে দেখে ফেললেন মেসিকে। 

এর আগে আরও কিছু ছবি ও ভিডিওয় দেখা গিয়েছে, মন্দিরের বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এলএম ১০। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত আম্বানি। 

বাঘ, সিংহ, জিরাফের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে মেসিকে। সব ছবিতেই হাসিমুখে আর্জেন্টাইন তারকা। নির্ধারিত সূচি শেষ করার পর প্রফুল্ল প্যাটেলের পরিবারের সঙ্গে দেখা করেন মেসি। তারপর সুয়ারেজ এবং ডি পলকে নিয়ে জামনগরে যান। মেসির ছবি দেখে বোঝা যায়, পুরো বিষটাই উপভোগ করছেন। বিশেষ করে বাঘ-সিংহদের সঙ্গে।  

?ref_src=twsrc%5Etfw">December 17, 2025

এদিকে ভারত সফরের একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেই ভিডিওয় লেকটাউনে তাঁর মূর্তি স্থাপন থেকে শুরু করে শচীনের সঙ্গে মুম্বইয়ে সুন্দর মুহূর্ত, দর্শকদের অভিবাদন থেকে শুরু করে ফুটবল পায়ে জাদুকরের কারসাজি। সবই রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নেই যুবভারতীর কোনও ছবি।