মুম্বইয়ের ভয়াবহ তাজ হামলার প্রায় দুই দশক হতে চলল। এখনও ২৬/১১ -এর কথা ভাবলেই শিউরে উঠতে হয়। যাঁরা টিভিতে দেখেছেন বা তাজের বাইরে দিয়ে ঘটনা দেখেছেন তাঁদেরই যদি এই অবস্থা হয়, তাহলে ভাবুন তো যাঁরা সেদিন ওই বিলাসবহুল হোটেলে ছিলেন, জঙ্গিদের সামনে থেকে দেখেছেন তাঁদের স্মৃতি কতটা ভয়াবহ। সম্প্রতি মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। রণবীর সিং অভিনীত এই ছবিতে উঠে এসেছে ২৬/১১ হামলার টুকরো ছবি। দেখানো হয়েছে বাস্তবের ফুটেজ। এবার সেই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন তাজ হামলার এক প্রত্যক্ষদর্শী, যিনি সেদিন ওই হোটেলে ছিলেন। জানালেন এই ছবি তাঁর সেই হাড়হিম করা স্মৃতি উসকে দিল। 

রজিতা বাগ্গা নামক এক মহিলা তাঁর স্বামী অজয় বাগ্গার সঙ্গে ২০০৮ সালের ২৬/১১ -তে তাজ হোটেলে ছিলেন যেদিন আজমল কাসভ তার বাকি সঙ্গীদের নিয়ে হামলা চালিয়েছিলেন। সেই দিনের স্মৃতি হাতড়ে রজিতা জানিয়েছেন কীভাবে সেই ঘটনাকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। এই ছবি দেখা মাত্রই প্রায় কুড়ি বছর আগেকার সেই হাড়হিম করা স্মৃতি উসকে গিয়েছে। জানিয়েছেন, হামলার পর তাঁরা কী কী দেখেছিলেন। 

রজিতা তাঁর এই পোস্টে জানান, 'আমি ২৬/১১ এর রাতে তাজ হোটেলে ছিলাম আমার স্বামী অজয়ের সঙ্গে। আমরা অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে ভয়াবহ হামলার পর জীবিত ফিরেছিলাম, ১৪ ঘণ্টা পর আমাদের উদ্ধার করা হয়েছিল।' তিনি একই সঙ্গে জানিয়েছেন, উদ্ধার হওয়ার পর একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাঁরা, তেমনই এই ঘটনার স্মৃতি বহুদিন তাড়িয়ে বেরিয়েছিল তাঁদের। 'ধুরন্ধর' ছবিতে যেখানে ২৬/১১ ছবিটির আসল ফুটেজ দেখানো হয়েছে, সেই দৃশ্যের কথা রজিতা তাঁর পোস্টে বিশেষ ভাবে উল্লেখ করেন। 

এই হাড়হিম করা স্মৃতি আরও বেশি করে গায়ে কাঁটা দিয়েছে কারণ ছবিতে আসল জঙ্গিদের কথপোকথন শোনানো হয়েছে, যেটা সেই জঙ্গি হামলার রাতে রেকর্ড করা হয়েছিল। এরপরই ছবিতে দেখা যায় কীভাবে পাকিস্তানে এই জঙ্গি হামলার উদ্‌যাপন করা হয়। গোটা ছবিটাই যেন ২৬/১১ এর প্রত্যক্ষদর্শীদের কাছে সেই ঘটনার প্রতিটি জিনিস চোখের সামনে নতুন করে তুলে ধরল। 

রজিতা জানিয়েছেন, ছবিতে জঙ্গিদের আসল কথপোকথন শুনে তাঁর গায়ে কাঁটা দিয়েছে। 'কতটা অমানুষ, নৃশংস হলে এমনটা করা যেতে পারে', বলে উল্লেখ করেছেন তিনি তাঁর পোস্টে। তিনি এদিন এও জানান, ১৭ বছর পরে, আজও তিনি এটা ভেবে শিউরে ওঠেন যে তাঁদের সঙ্গে সেদিন কী ঘটতে পারত। 

?ref_src=twsrc%5Etfw">December 16, 2025

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত ছবিতে উঠেছে ভারতীয় এক গুপ্তচর পাকিস্তানে গিয়ে, সেখানে থেকে কীভাবে জঙ্গিদের নানা জরুরি তথ্য দেশে পাঠাতেন, একাধিক হামলার থেকে বাঁচিয়েছিলেন। একই সঙ্গে উঠে এসেছে সংসদ হামলা, ২৬/১১, ইত্যাদির প্রসঙ্গ। ভারতীয় গুপ্তচর হামজার ভূমিকায় দেখা গিয়েছে রণবীর সিংকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ। আগামী বছর, ২০২৬ সালের ১৯ মার্চে মুক্তি পাবে 'ধুরন্ধর ২'।