আজকাল ওয়েবডেস্ক: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। মৃত শান্তনু কুমার মজুমদার (২৩) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ি শহরে হাসপাতাল পাড়ার বাসিন্দা। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার ওই যুবকের ময়নাতদন্ত করা হয়েছে সদর হাসপাতালের পুলিশ মর্গে। 

 

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমাতে যান শান্তনু। এরপর ঘরেই তাঁর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ। 

 

পরিবারের একটি সূত্র জানিয়েছে, শান্তনুর সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এবছর দুর্গাপুজোর পর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। বন্ধু ও পরিবারের কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেন শান্তনু। কিন্তু প্রেমের সম্পর্কে অবনতি হলেও শান্তনুর বাহ্যিক আচার আচরণের কোনও পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবেই কথাবার্তা বা বন্ধুদের সঙ্গে তিনি আড্ডা মারতেন। তাঁর বন্ধু অনিকেত চক্রবর্তী বলেন, 'রবিবারও সন্ধ্যায় একসঙ্গে আড্ডা দিয়েছি আমরা। ভাবতেই পাচ্ছি না শান্তনু এইভাবে চলে যাবে। তবে একজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এবং তাঁর সঙ্গে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছিল শান্তনু।' 

 

মৃতের পরিবারের তরফে এবিষয়ে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে তাঁর আত্মীয় রজত চট্টোপাধ্যায় বলেন, 'পরিবার ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।'