আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের দিকে ধেয়ে এসেছে একের পর এক শর্ট বল। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের এহেন কৌশলে একদমই খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
স্টোকস ছ'জন ফিল্ডারকে লেগ সাইডের বাউন্ডারিতে রেখেছিলেন। শরীর লক্ষ্য করে শর্ট বল দিয়ে পন্থকে উত্ত্যক্ত করা হচ্ছিল। ভারতের তারকা উইকেট কিপার তর্জনীতে চোট পান। চোটগ্রস্ত ব্যাটসম্যানকে সামনে পেয়েও স্টোকসবাহিনী ছাড়েননি পন্থকে। শর্ট বল করেই যান। পন্থ অবশ্য এই শর্ট বল নিয়ন্ত্রণ করেন দক্ষতার সঙ্গে সঙ্গেই। পুল মারেন পন্থ। সেই পুল শটগুলো ফিল্ডারের থেকে অনেক দূরে পড়ে।

বেশ কয়েকবার পন্থের গ্লাভসে বল লাগে। ফিজিও তাঁর চিকিৎসা করেন। কিন্তু পন্থ নিজের কৌশল থেকে সরে আসেননি। ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর। তিনি ইংল্যান্ডের এহেন কৌশলে খুশি হননি। ধারাভাষ্য দেওয়ার সময়ে আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করেন নিয়ম বদলানোর জন্য।
আরও পড়ুন: দুই ওভারে দুই হ্যাটট্রিক, ৫ জন বোল্ড, বিরল কীর্তি বাঙালি স্পিনারের
সানিকে বলতে শোনা গিয়েছে, ''পঞ্চাশ-ষাট শতাংশ ডেলিভারি শর্ট বল করা হয়েছে। চার জন ফিল্ডারকে বাউন্ডারি লাইনে রেখে দেওয়া হয়েছিল। তাঁরা অপেক্ষা করছিল বাউন্সারের। আমার মতে এটা কখনওই ক্রিকেট নয়। ওয়েস্ট ইন্ডিজ যখন শর্ট বল করত, তখন এরাই নিয়ম চালু করেছিল ওভার পিছু দুটো বাউন্সারের। ওয়েস্ট ইন্ডিজের শক্তি খর্ব করার জন্য এমন নীতি অবলম্বন করা হয়েছিল।'' গাভাসকরের সংযোজন, ''এখন আমরা দেখছি বাউন্সার দেওয়া হচ্ছে। কী ধরনের ফিল্ডিং সাজানো হয়েছে দেখুন একবার। এটা ক্রিকেট নয়। লেগ সাইডে ছ'জনের বেশি ফিল্ডার থাকার কথা নয়। সৌরভ গাঙ্গুলি, যিনি আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান, যদি দেখে এই ম্যাচ, তাহলে পরবর্তী মিটিংয়ে এই নিয়ম যেন চালু করেন যে লেগ সাইডে ছ'জন ফিল্ডার রাখা যাবে না।''
RUN OUT! ????
— England Cricket (@englandcricket)
Ben Stokes aims and fires at the stumps and Rishabh Pant is out! ❌ pic.twitter.com/Z9JWwV9aS4Tweet by @englandcricket
শেষ পর্যন্ত পন্থ ৭৪ রানে রান আউট হন। তার আগে অবশ্য পন্থ ছাপিয়ে যান স্যর ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৪টি ছয় হাঁকানোর নজির গড়লেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ছাপিয়ে গেলেন ভিভিয়ান রিচার্ডসকে। ১৭ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্ট খেলেছেন ক্যারিবিয়ান তারকা। হাঁকান ৩৪টি ছয়। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২তম টেস্টেই এই সংখ্যা ছাপিয়ে যান পন্থ। তাঁর নামের পাশে এখন ৩৫টি ছয়। ৫৯তম ওভারের শেষ বলে বেন স্টোকসকে ছয় মেরে এই রেকর্ড করেন। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ছয় মারার তালিকায় ঋষভ পন্থ, ভিভ রিচার্ডসের পর রয়েছেন টিম সাউদি, যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। ৩০টি ছয় মারেন কিউয়ি তারকা। ২৭ এবং ২৬ যশস্বী ও শুভমনের।

লর্ডসে আরও দুটো নজির গড়েন পন্থ। ছাপিয়ে যান এমএস ধোনিকে। ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে ইংল্যান্ড সফরে সবচেয়ে বেশি রানের রেকর্ড করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে প্রথম ভিজিটিং উইকেটকিপার ব্যাটার হিসেবে ৪০০ রান পেরিয়ে যান। ছয়ের সংখ্যায় ছুঁয়ে ফেলেন রোহিত শর্মাকে। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় প্রাক্তন অধিনায়কের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ঋষভ। দু'জনের ছয়ের সংখ্যা ৮৮। নিজের ৪৬তম টেস্টে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন পন্থ। রোহিতের লেগেছিল ৬৭টি টেস্ট। ৯০টি ছক্কা হাঁকিয়ে এক নম্বরে বীরেন্দ্র শেহবাগ। তাঁর রেকর্ড ভাঙা শুধুমাত্র সময়ের অপেক্ষা। হাতের চোটের তোয়াক্কা না করে সাহসী ব্যাটিং তারকা ক্রিকেটারের।
আরও পড়ুন: চার বছর পরে লর্ডসে ফের সেঞ্চুরি, ইতিহাস লিখলেন লোকেশ রাহুল
