চলতি বছরের ২৪ নভেম্বর হিন্দি চলচ্চিত্র জগৎ হারায় তার অন্যতম উজ্জ্বল নক্ষত্রকে। ধর্মেন্দ্র মুম্বইয়ে নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের ‘হি-ম্যান’-এর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েন অনুরাগীরা। আর তাঁর পরিবার হারায় এমন একজন মানুষকে, যার শূন্যতা কোনও দিন পূরণ হওয়ার নয়।
প্রয়াণের তিন সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এই আবহেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন ধর্মেন্দ্রর কন্যা এষা দেওল। কাজের জগতে ফেরার কথা জানিয়ে অনুরাগীদের কাছে সহানুভূতি ও বোঝাপড়ার আবেদন করেছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে এষা লেখেন, ‘দীর্ঘদিন ধরে কিছু কাজের দায়িত্ব স্থগিত রেখেছিলাম। আগামী দিনে সেগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমাকে একজন মানুষ হিসাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একজন কন্যা হিসেবে বোঝার অনুরোধ রইল—যে এখনও তার সবচেয়ে প্রিয় মানুষ, তার বাবার চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। এই ক্ষতি আমি কোনও দিনই ভুলতে পারব না।’
তিনি আরও লেখেন, ‘আমার ইচ্ছে হলে আমি কিছুদিন এই প্ল্যাটফর্ম থেকে দূরে থাকতাম, নিজেকে সময় দিতাম। কিন্তু তা সম্ভব নয়। তাই দয়া করে সদয় ও সহানুভূতিশীল হোন। সব সময়ের মতো আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর দুই পুত্র সানি দেওল ও ববি দেওল মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে একটি প্রার্থনাসভার আয়োজন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। তিনি সেদিন নিজের বাড়িতে গীতা পাঠের আয়োজন করেন। পরে ১১ ডিসেম্বর নয়াদিল্লির ড. অম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে হেমা মালিনী এবং তাঁর কন্যারা আলাদা করে প্রার্থনাসভার আয়োজন করেন।
ছবির মতোই ধর্মেন্দ্র ব্যক্তিগত জীবনেও ছিল ঘটনার ঘনঘটা। ১৯৫৪ সালে স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে প্রথমে সংসার সাজিয়েছিলেন নায়ক। তাঁদের দুই পুত্র— সানি দেওল এবং ববি দেওল, বাবার মতোই বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। কিন্তু সেই সংসারেও চিড় ধরে এক সময়। পরবর্তীতে বলিউডের ‘ড্রিম গার্ল’, বয়সে ১২ বছরের হেমা মালিনীর প্রেমে পড়েন নায়ক। ধর্ম পরিবর্তন করে ১৯৮০ সালে তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই কন্যা— এষা দেওল এবং অহানা দেওল। হাজারও বিতর্ক পেরিয়ে দুই স্ত্রীর প্রতি জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন অভিনেতা। সমালোচনা-কটাক্ষকে তুড়িতে উড়িয়েছেন।
প্রয়াত কিংবদন্তিকে শেষবারের মতো বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১ জানুয়ারি। ছবিটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও অক্ষয় কুমারের ভাইঝি সিমার ভাটিয়া। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবি ধর্মেন্দ্রর দীর্ঘ ও গৌরবময় অভিনয় জীবনের শেষ অধ্যায় হতে চলেছে।
