আজকাল ওয়েবডেস্ক: কথা বলল লোকেশ রাহুলের ব্যাট। লর্ডস টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি হাঁকালেন এই তারকা ব্যাটারলোকেশ রাহুল এক প্রান্তে দাঁত কামড়ে পড়ে থাকলেন। ১৭৭ বল ক্রিজে কাটালেন। একশো করার পরই স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লোকেশ রাহুল। তার আগে অবশ্য গড়লেন রেকর্ড। লর্ডসে রাহুলের নামের পাশে লেখা দুটো সেঞ্চুরি। 

লোকেশ রাহুল ছাড়া লর্ডসের বাইশ গজে দুটো বা তার বেশি সেঞ্চুরি রয়েছে কেবল দিলীপ ভেঙ্গসরকারের। বস্তুতপক্ষে দিলীপ ভেঙ্গসরকার লর্ডসে তিনটি সেঞ্চুরি করেন। সেই কারণেই তাঁকে 'লর্ড অফ লর্ডস' বলা হত। 

এশিয়ার প্রথম ওপেনার হিসেবে লোকেশ রাহুল লর্ডসে লিখে গেলেন রূপকথা। কোনও এশিয়ান ওপেনার লর্ডসে দুটো সেঞ্চুরি করতে পারেননিভেঙ্গসরকার তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিকেটের মহাতীর্থে। কিন্তু ভেঙ্গসরকার ওপেনার ছিলেন না।

 

?ref_src=twsrc%5Etfw">July 12, 2025

 

২০২১ সালে লোকেশ রাহুল লর্ডসে প্রথমবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাঁর শতরানের সৌজন্যে ভারত ৩৬৪ রান তুলেছিলে স্কোরবোর্ডে। সেই টেস্টে শেষ হাসি তোলা ছিল ভারতের জন্য। চার বছর পরে লর্ডসে ফিরে সেঞ্চুরি হাঁকিয়ে দশম ভারতীয় ব্যাটার হিসেবে অনার্স বোর্ডে নিজের নাম লেখালেন কেএল রাহুল।

আরও পড়ুন: মায়া কাটিয়ে চলে গিয়েছেন ভাই, তাঁকেই একসময়ে কথা দিয়েছিলেন, ইতালিকে বিশ্বকাপে তুলে প্রতিশ্রুতি রাখলেন দাদা জো বার্নস

এবারের সফরটা দারুণ ভাবে শুরু করেন লোকেশ রাহুললিডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে রাহুল করেছিলেন ৪২ ও ১৩৭। বার্মিংহ্যামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুল দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে শতরান করলেন রাহুলদ্বিতীয় ইনিংস এখনও তিনি পাবেন।

শুভমান গিল ফিরে যাওয়ার পরে লোকেশ রাহুল ও ঋষভ পন্থ ১৪১ রান জোড়েন পার্টনারশিপে। পন্থ রান আউট হওয়ার আগে করেন ৭৪ রান। তাঁর ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কা। লোকেশ রাহুল তাঁর ১০০ রানের ইনিংসে মারেন ১৩টি বাউন্ডারি। 

 

?ref_src=twsrc%5Etfw">July 12, 2025

ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৪৫। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিলরা ফিরে যাওয়ার পরে রাহুল ইনিংসের ভাঙন রোধ করেন। মাথা ঠান্ডা রেখে বল ছাড়েন তিনি। ব্যাটসম্যান বল ছাড়লে বোলাররা হতাশ হয়ে পড়েনরাহুল সেই কাজটা করলেন নিজেকে শান্ত রেখে। 

KL Rahul soaks in his second hundred in this series, England vs India, 3rd Test, Lord's, London, 3rd day, July 12, 2025

দ্বিতীয় দিনের শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন রাহুলতৃতীয় দিন রাহুলের কাজটা সহজ করে দেন ঋষভ পন্থ। তিনি অন্য প্রান্তে থাকা মানে চাপ কমে যায় সঙ্গীর। আঙুলে চোট নিয়ে দুর্দান্ত খেলছিলেন ভারতের তারকা উইকেট কিপার। পন্থ সুলভ কিছু শট কেলেন। যেগুলো গ্যালারিতে বসে দেখা উপভোগ্য কিন্তু সাজঘরে বসে দেখলে বুক কাঁপে দ্রিমিদ্রিমি। পন্থ রান আউট হন। তখন রাহুলের রান ছিল ৯৮। জোফ্রা আর্চারের বলে রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। তার অব্যবহিত পরেই শোয়েব বশিরের বলে স্লিপে ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট হন লোকেশ রাহুল। তৃতীয় দিনে সব আলো শুষে নিলেন লোকেশ রাহুল। 

 

আরও পড়ুন: আরও খারাপ খবর রোহিতের জন্য, এবার ওয়ানডের নেতৃত্বও হারাবেন? নেতৃত্বের রিমোট কন্ট্রোল যাবে গিলের হাতে!