জুলাই গণআন্দোলনের বছর ঘুরেছে এই জুলাইয়ে। এর মাঝে ভোটের ঘোষণা হয়েছে ওপার বাংলায়। তবে তার আগেই ফের উত্তাল পদ্মাপার। ওসমান হাদির মৃত্যুর পর নতুন করে বিক্ষোভ, ভাঙচুর ঢাকা-সহ অন্যান্য জায়গায়।
2
10
বাদ গেল না সংবাদমাধ্যমের কার্যালয়। ফের হামলা চলল মুজিবুর রহমানের ধানমন্ডির ঘরে। ভাঙচুর, অগ্নিসংযোগ ছায়ানটেও। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম এবং নাগরিকদের সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসছে সেসব ভয়াবহ ছবি। যদিও আজকাল ডট ইন সমস্ত ছবির সত্যতা যাচাই করেনি।
3
10
বৃহস্পতির রাত থেকে, শুক্রবারের সকাল। দফায় দফায় উত্তপ্ত হল পড়শি দেশ। আগুন ছড়াল। বৃহস্পতির পর শুক্রবারেও একাধিক জায়গায় বিক্ষোভ, পথ অবরুদ্ধ।
4
10
বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী- হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই নতুন করে বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে জায়গায় জায়গায়। জ্বালিয়ে দেওয়া হয় সে দেশের প্রথম সারির সংবাদ পত্র 'প্রথম আলো' এবং 'দ্য ডেলি স্টার'-এর অফিস। চলে তাণ্ডব। ভাঙচুর। ভিতরে তখন আটকে সংবাদমাধ্যমের কর্মীরা।
5
10
পরে তাঁদের ছাদ থেকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়। তাণ্ডবের পর দেখা গিয়েছে, 'প্রথম আলো'র কার্যালয় কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। গোটা ভবনে নেই দরজা-জানলা পর্যন্ত। দুই সংবাদ মাধ্যমের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত, সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই।
6
10
অন্যদিকে বিক্ষুব্ধরা তাণ্ডব চালায় ধানমন্ডির ছায়ানট ভবনে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী- বিক্ষোভকারীরা হামলা চালিয়ে ভেঙে ফেলেছে নানা সরঞ্জাম।