আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যইক্রিকেট মাঠে প্রতিদিনই কিছু না কিছু রেকর্ড তৈরি হচ্ছেআবার রেকর্ড ভাঙছেইতিহাস গড়লেন বাংলাদেশের কিশোর কুমার সাধক। ক্রিকেট মাঠে হ্যাটট্রিকের মাহাত্ম্য যে কতটা, তা কেবল বোলাররাই জানেন।

তিন বলে তিন উইকেট নেওয়া মানে যেন স্বপ্নকে ছুঁয়ে ফেলা। আর সেই স্বপ্নকেই বাস্তব করলেন এক বাংলাদেশি স্পিনার। তাও এক ম্যাচে দু'বার হ্যাটট্রিক করে রীতিমতো ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন কিশোর কুমার সাধক।

প্রথম বোলার হিসাবে এক ম্যাচে, একই ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছেন। তিনি ক্রিকেট সাধক। মাঠে নেমে রেকর্ড গড়ে কিশোর কুমার প্রমাণ করছেন তিনিই সাধক। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ বিভাগের ম্যাচে ২১ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। এর আগে, এক ম্যাচে ডাবল হ্যাটট্রিকের একাধিক নজির থাকলেও সেসব ছিল দুই ইনিংস মিলে। কিন্তু একই ইনিংসে ডাবল হ্যাটট্রিক নৈব নৈব চ।  

                                            আরও পড়ুন: চার বছর পরে লর্ডসে ফের সেঞ্চুরি, ইতিহাস লিখলেন লোকেশ রাহুল

ইংল্যান্ডের ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে এহেন রেকর্ড গড়ে শিরোনামে এসেছেন কিশোর কুমার। ম্যাচে মুখোমুখি হয়েছিল ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ও কেশগ্রেভ। 

এই ম্যাচে অনন্য গৌরবের অধিকারী হন ইপসউইচের ৩৭ বছর বয়সি স্পিনার কিশোর কুমার। এক ম্যাচের এক ইনিংসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে করেছেন জোড়া হ্যাটট্রিক। তা-ও আবার পরপর দুই ওভারে। 

২১ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন কিশোর। ছয় উইকেটের মধ্যে পাঁচ ব্যাটারকে বোল্ড করেন তিনি। আর একটি উইকেট নেন ক্যাচে। 

কিশোরের এই কীর্তিতে সাত উইকেটের বড় জয় পেয়েছে তাঁর দল।  ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে উচ্ছ্বসিত কিশোর। তিনি বলেন, ''যখন দেখলাম, ষষ্ঠ ব্যাটার বোল্ড হয়ে গিয়েছে, আমি যেন আকাশ উড়ছিলাম। এটা ছিল আমার জীবনের অসাধারণ মুহূর্তগুলোর একটি। ম্যাচের পর অনেক ফোন কল পেয়েছি। সবাই মিলে একটি রেস্তরাঁয় গিয়ে প্রায় আড়াই ঘণ্টা উদযাপন করেছি।'' 

কিশোর কুমার সাধক ২০১৮ সালে পাড়ি জমান ইংল্যান্ডে। সেখানে প্রথমে রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন। বর্তমানে পেশাগতভাবে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে। যেখানে তিনি একজন জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">July 10, 2025

একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তি অবশ্য বিশ্ব ক্রিকেটে খুব একটা নতুন নয়। এমন নজির আছে আরও আটটি। ১১৩ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দুটি হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার জিমি ম্যাথুউজ়। আর কোনও বোলার একই টেস্টে দুটি হ্যাটট্রিক করতে পারেননি। সর্বশেষ মিচেল স্টার্ক। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে এই আটজনই দুই ইনিংস মিলিয়ে দুটি হ্যাটট্রিক করেছিলেন। কিশোর সকলকে ছাপিয়ে গেলেন। 

এতদিন পর্যন্ত তিনি ছিলেন অখ্যাত এক ক্রিকেটার। কিন্তু রেকর্ড গড়ে তিনিই হয়ে গেলেন বিখ্যাত। ক্রিকেটের রেকর্ড বইতে জায়গা পেয়ে গেলেন কিশোর কুমার সাধক। তাঁর রেকর্ড কে ভাঙতে পারেন, তার অপেক্ষায় এখন দিন গুনতে হবে। 

                                                       আরও পড়ুন: ভিভ রিচার্ডসকে ছাপিয়ে গেলেন পন্থ, টেস্ট ক্রিকেটে ছক্কার নজির