রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। সম্প্রতি তাঁদের কিছু ছবি ভাইরাল হওয়ায় অনেকেই ধরে নেন, তাঁরা নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন। তবে এই দাবি সত্যি নয়।
ভাইরাল হওয়া ছবিগুলি আসলে এআই দিয়ে তৈরি। ইনস্টাগ্রাম ব্যবহারকারী গুণ্টি শ্রীকলা নাগরাজু এই ছবিগুলি শেয়ার করেছিলেন। ছবিতে রশ্মিকা ও বিজয়কে বিয়ের পোশাকে মালা পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশে রয়েছেন মহেশ বাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোদকর। পেছনে ফুলের সাজ ও ‘বিজয় এবং রশ্মিকা’ লেখা থাকলেও, এগুলি বাস্তবে কোনও বিয়ের ছবি নয়।
এর মধ্যেই আবার আলোচনায় আসে তাঁদের একটি ঘনিষ্ঠ মুহূর্ত। হায়দরাবাদে রশ্মিকার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’এর সাফল্য উদযাপনের অনুষ্ঠানে বিজয় প্রকাশ্যে রশ্মিকার হাত ধরে তাতে চুমু খান। প্রেমিকের ভালবাসা প্রকাশে লাজুক হয়ে পড়েন রশ্মিকা। আর মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ছবি ‘থাম্মা’র প্রচার অনুষ্ঠানে রশ্মিকাকে তাঁর বাগদান নিয়ে প্রশ্ন করা হলে, হেসে তিনি বলেন, “সবাই তো জানে।” অন্য দিকে, বিজয়ের টিম জানিয়েছে, আগামী বছরই বিয়ে করার পরিকল্পনা রয়েছে এই জুটির।
এর আগেও রশ্মিকা একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাঁর আঙুলে বড় হিরের এনগেজমেন্ট রিং নজরে পড়ে। সেই থেকেই অনুরাগীদের মধ্যে তাঁদের সম্পর্ক নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
রশ্মিকার বয়স ২৯ এবং বিজয়ের বয়স ৩৬। তাঁরা আগে ‘গীতা গোবিন্দম’ ও ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে কাজ করেছেন। উল্লেখ্য, রশ্মিকার প্রথম বাগদান হয়েছিল অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে, যা পরে ভেঙে যায়।
আপাতত বিয়ের গুঞ্জন ভুয়ো হলেও রশ্মিকা-বিজয়ের সম্পর্ক যে অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে, তা বলাই যায়।
এরই মধ্যে ব্যস্ত রুটিন থেকে সামান্য বিরতি নিয়ে একান্তে সময় কাটাতে শ্রীলঙ্কায় পাড়ি দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘গার্লস অনলি’ ট্রিপে তাঁর সঙ্গী ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। সামাজিক মাধ্যমে এই সফরের একগুচ্ছ ছবি ভাগ করে নেওয়ার পরই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা, বিয়ে আসন্ন বলেই কি এটি রশ্মিকার ব্যাচেলরেট ট্রিপ?
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শ্রীলঙ্কা সফরের নানা মুহূর্তের ছবি নিয়ে একটি পোস্ট করেন রশ্মিকা। ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান, সম্প্রতি তিনি দু’দিনের ছুটি পেয়েছিলেন এবং সেই সুযোগেই বন্ধুদের সঙ্গে শ্রীলঙ্কার একটি সুন্দর রিসর্টে সময় কাটাতে গিয়েছিলেন। স্বল্প সময়ের হলেও ‘গার্ল ট্রিপ’-এর আনন্দ যে আলাদাই, তা-ও স্পষ্ট করে জানান তিনি।
