আজকাল ওয়েবডেস্ক: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার আগেই আক্রমণ করা হয় ইডির ওপর। মাথা ফাটে আধিকারিকদের। সেই ঘটনার তদন্তে নেমে রবিবার সন্দেশখালিতে পৌঁছয় সিবিআইয়ের এক প্রতিনিধি দল। বেলা সাড়ে ১১টার কিছু পরে সরবেড়িয়া অঞ্চলে বেশ কিছু মানুষজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় আধিকারিকদের।
ঘটনায় ধৃত দুই ব্যাক্তিকে নিয়ে এদিন সন্দেশখালি গিয়েছিল সিবিআই। জানা গিয়েছে, ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালায়। বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে যায় সিবিআইয়ের অন্য একটি দল। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্থানীয় এক দোকানদারকে।
ঘটনায় ধৃত দুই ব্যাক্তিকে নিয়ে এদিন সন্দেশখালি গিয়েছিল সিবিআই। জানা গিয়েছে, ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালায়। বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে যায় সিবিআইয়ের অন্য একটি দল। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্থানীয় এক দোকানদারকে।
