আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানাকে ছেড়ে দেওয়া হল। ইংল্যান্ডের কাছে হারের পরদিনই বড় সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতের টিম ম্যানেজমেন্ট। 

প্রথম টেস্টে হর্ষিত রানাকে ব্যাক আপ হিসেবে রাখা হয়েছিল। কিন্তু তাঁকে আর নেওয়া হয়নি হেডিংলিতে। মঙ্গলবার প্রথম টেস্টের শেষ দিনে সাড়ে তিনশো রান করে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। আর পরের দিনই হর্ষিত রানাকে দেশে পেরত পাঠানো হচ্ছে। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছিলেন হর্ষিত। আহামরি পারফরম্যান্স তাঁর ছিল না। 

ইংল্যান্ড সফরে ইন্ডিয়া এ দলের সদস্য ছিলেন তিনি। সেখানেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ক্যান্টারবেরিতে ৯৯ রানের বিনিময়ে একটি উইকেট নেন। ২৭ ওভার হাত ঘোরান তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র পিটিআই-কে জানিয়েছেন, বার্মিংহ্যামে ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন না রানা। 

এদিকে হর্ষিত রানাকে নিয়ে গম্ভীর বলেছিলেন, তিনি নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। এদিকে ভারতের হারের পরে কুলদীপ যাদবকে দলে নেওয়ার ডাক দিচ্ছেন বিশেষজ্ঞরা। শার্দূল ঠাকুর হতশ্রী পারফরম্যান্স করেছেন হেডিংলিতে। বার্মিংহ্যামের উইকেট আবার স্পিন সহায়ক হয়। সেই উইকেটে কুলদীপ নামলে সুবিধা হবে ভারতেরই। কুলদীপ সুযোগ পান কিনা সেটাই দেখার।