আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তান--দুই দলই দামামা বাজিয়ে এশিয়া কাপ শুরু করেছে। শক্তির নিরিখে বিচার করলে ভারতই ফেভারিট। তবে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা মনে করেন, সাম্প্রতিককালে ধারাবাহিকতা তাঁদের দিকেই। আর এই ধারাবাহিকতার নিরিখে বিচার করে পাকিস্তান যে কোনও দলকে হারাতে পারে।
ভারতের বি টিমও সলমন আঘা-র পাকিস্তানকে হারিয়ে দেবে হাসতে হাসতে। এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি দুই প্রতিবেশি দেশ। ১৯৯০-৯১ সালের এশিয়া কাপ জয়ী দলের সদস্য অতুল ওয়াসন মনে করেন রোহিত ও কোহলির অভাব মোটেও অনুভূত হবে না।
আরও পড়ুন: 'পাকিস্তান অতি সাধারণ দল,' ভারত-পাক মহারণের আগে দাবি প্রাক্তন ভারতীয় তারকার...
ওয়াসন বলছেন, ''ভারতের বি দলও এই পাকিস্তান দলকে হারিয়ে দেবে। কারণ পরিস্থিতি এখন বদলে গিয়েছে। আমরা যখন নব্বইয়ের দশকে খেলতাম, তখন পাকিস্তান খুবই ভাল দল ছিল। কিন্তু এখন বুট যে অন্য পায়ে। আমি রোহিত (শর্মা) এবং বিরাটের (কোহলি) অভাব বোধ করব না। কারণ তাহলে সুনীল গাভাসকর ও কপিল দেবকেও মিস করতে শুরু করে দেব।"
পাক অধিনায়ক বলছেন, “আমরা এখন সত্যিই ভাল ক্রিকেট খেলছি। গত ২-৩ মাস ধরেই আমরা সুন্দর ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজে জিতেছি। এশিয়া কাপেও শুরুটা ভাল করেছি। এই পারফরম্যান্স ধরে রাখতে হবে। লম্বা সময় ধরে এই ভাল পারফরম্যান্স ধরে রাখতে হবে।''
মিসবা উল হকের মতো প্রাক্তন পাক অধিনায়ক ভারতকে খোঁচা দিয়েছেন। বলেছেন, পাকিস্তান শুরুতেই যদি ভারতের গোটা দুয়েক উইকেট ফেলে দেয় তাহলে পাক বোলারদের সামলানো কঠিন হবে ভারতের নব্য ব্যাটারদের পক্ষে।
যদিও ওয়াসন বলছেন, ''দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। পরিস্থিতি বদলে যাচ্ছে, নতুন সুপারস্টাররা আসছে।'' তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত সলমন আঘাদের ধর্তব্যের মধ্যেই রাখছেন না। ওমান দলকে 'আঙ্কেলে ভরা দল' এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তন তারকা। দাবি করেন, পাকিস্তানের আসল লড়াই টিম ইন্ডিয়ার তরুণদের বিরুদ্ধে। শেষ ২৮ ম্যাচের মধ্যে ২৫টিতে জিতেছে ভারত। তারমধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ব্যাটিং লাইন আপের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই হয় না।
পাকিস্তানের বিদেশি কোচ মাইক হেসন কিন্তু একপ্রকার ভারতকে চৈতাবনী দিয়ে রেখেছেন। বলেছেন, বিশ্বের সেরা স্পিনার পাকিস্তানের সম্পদ। টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশেও তিনি নেই। তবে সাম্প্রতিককালে বেশ বাল বল করছেন মহম্মদ নওয়াজ। হেসনের মনে হচ্ছে নওয়াজ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার।
যদিও একটা সময় টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের আশপাশেও ছিলেন না নাওয়াজ। এশিয়া কাপে তিনিই এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ১১টি টি-টোয়েন্টিতে ২০ উইকেট নিয়েছেন নওয়াজ। হেসন বলেছেন, ''আমাদের পাঁচ স্পিনার রয়েছে। নওয়াজ এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার। দলে প্রত্যাবর্তনের পর গত ছ' মাস ধরে একইরকম খেলছে।''
আরও পড়ুন: কোহলি নেই, সলমনদের তার ফায়দা তোলার আর্জি প্রাক্তন পাক অধিনায়কের
