বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যখনই কোনও গ্রহ রাশি পরির্বতন করে তখন তার শুভ এবং অশুভ, দুই রকমের প্রভাবই পড়ে সমস্ত রাশির উপরেই। এই যেমন মার্চ মাসে শুক্র গ্রহ মীন রাশিতে গোচর করবে। এর সুফল ভোগ করবে একাধিক রাশির জাতকেরা। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
মার্চ মাসে ধন এবং বৈভবের অধিপতি শুক্র গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। এতে তৈরি হবে ম্যালব্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জেনে নিন এর জন্য লাভবান হবে কোন কোন রাশির জাতকেরা। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
কর্কট: মালব্য রাজযোগ এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। শুক্র গ্রহ এই রাশির নবম ঘরে হবে, ফলে ভাগ্য আপনার সহায় থাকবে। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। ধন দৌলত উপচে পড়বে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। অতীতে করা বিনিয়োগের থেকে ভাল রিটার্ন পাবেন। বিদেশ যেতে পারেন। মান, সম্মান, খ্যাতি সবই বৃদ্ধি হবে। বাড়বে পরিচিতিও। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
মিথুন: কেরিয়ার অর্থাৎ সে চাকরি হোক বা ব্যবসা, সবেতেই উন্নতি করবেন। এই রাজযোগ মিথুন রাহির কর্ম স্থানে হবে, ফলে কাজের জায়গায় আপনার সুখ্যাতি বাড়বে, কাজের জন্য প্রশংসিত হবে। এতদিন ধরে করা কঠোর পরিশ্রমের ফল পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
প্রমোশন হতে পারে। ফলে বাড়বে আয়। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বাড়বে দায়িত্ব। যাঁরা ব্যবসায়ী, তাঁরা একাধিক লাভজনক ডিল করবেন। বড় কোনও অর্ডার পেতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
মীন: যেহেতু এই রাশিতেই মালব্য রাজযোগ তৈরি হবে তার সুফল পুরোপুরি ভোগ করবে এই রাশির জাতকেরা। বিলাসবহুল জীবন কাটাবেন। ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। বৈবাহিক জীবনে কোনও সমস্যা চললে সেটা কেটে সম্পর্ক মধুর হবে। প্রেম এবং রোম্যান্স দুই বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে। যাঁরা সিঙ্গল তাঁরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। আর্থিক অবস্থা মোটের উপর ভাল হবে। খরচ কমবে। পার্টনারশিপে কোনও কাজ করলে সেটা ১০০ ভাগ সফল হবে।
ছবি- এআই দ্বারা নির্মিত