আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ভারত-পাক মহারণ। দীর্ঘ কয়েক বছরে এই প্রথম বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ। গতবছর টি-২০ বিশ্বকাপ জেতার পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী। মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন। মিসবা উল হক মনে করেন, পাকিস্তানের বিরুদ্ধে দু'জনের অভাব টের পেতে পারে ভারত। বিশেষ করে কোহলির। এই সুযোগের সদ্ব্যবহার করার নির্দেশ দিলেন সলমন আঘার দলকে। মিসবা উল হক বলেন, 'পাকিস্তানের একটা সুযোগ থাকবে যদি ওরা শুরুটা ভাল না করতে পারে, এবং শুরুতে দুটো উইকেট হারিয়ে ফেলে। ওদের বিরাট কোহলি নেই। তাই ব্যাটিং একটু সমস্যার হতে পারে। নতুন ছেলেরা পাকিস্তানের এই বোলারদের খেলেনি। যদি শুরুতেই ভারতীয় দলকে ধাক্কা দিতে পারে পাকিস্তানের বোলাররা, তাহলে একটা সুযোগ থাকবে।' ইউ টিউবে একটি শোয়ে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
অন্যদিকে কপিল দেবের বিশ্বাস, রবিবারের মহারণ জিতবে ভারত। কপিল দেব বলেন, 'ভারতীয় দল ম্যাচটা জিতবে। আমি তেমনই চাই। ওরা যেভাবে খেলছে, ভারতই জিতবে।' ভারতীয় ক্রিকেটে রোহিত এবং বিরাটের অবদানের কথা আলাদা করে উল্লেখ করেন কপিল দেব। তাঁদের অবসরের পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা তরুণদের ভরাট করার কথা বলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল বলেন, 'নিজেদের সময় ওরা ভাল খেলেছে। এবার পরের প্রজন্মের পালা। নির্দিষ্ট কাউকে নিয়ে আলোচনা হওয়া উচিত নয়, সার্বিকভাবে ভারতীয় দলকে নিয়ে আলোচনা হওয়া উচিত। অধিনায়ক কে সেটা বড় বিষয় নয়, ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করাই আসল।' সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে জয় দিয়ে শুরু করে ভারত। রবিবারও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া।
