আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। চলতি মাসের ২৯, ৩১ ও ফেব্রুয়ারির ১ তারিখ হবে ম্যাচগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূচি নিশ্চিত করেছে। ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার স্কোয়াড পৌঁছবে লাহোরে। এই সিরিজই টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে। 

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২০টি দল এবারের মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবারের বিশ্বকাপের আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে অবশ্য পাকিস্তান ও অস্ট্রেলিয়া অন্য গ্রুপে রয়েছে। পাকিস্তান গ্রুপ এ-র ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ বি-তে। 

দুটো দলেরই চোট আঘাতের সমস্যা রয়েছে। জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও টিম ডেভিড চোট সারিয়ে ওঠার চেষ্টায়। পাকিস্তানের শাহিন আফ্রিদি বিগ ব্যাশ লিগে চোট পেয়েছেন। 

পিসিবি-র সিওও সুমের আহমেদ সইদ বলেছেন, ''লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছি লাহোরে। এই সফর পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য দুর্দান্ত হতে চলেছে। আমি ভক্তদের অনুরোধ করছি সিরিজ চলাকালীন তাঁরা যেন ভাল সংখ্যায় উপস্থিত হয়ে উভয় দলকে সমর্থন করেন। বিশ্বকাপের আগে এটাই তুলিতে শেষ টান।'' 

২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়া এই গদ্দাফি স্টেডিয়ামে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। 

তার পরে এই প্রথমবার পাকিস্তানের মাটিতে আসছে অস্ট্রেলিয়া। সেই সফরে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতেছিল। ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া আবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল।