সামনেই বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের অন্যতম পরব মকর সংক্রান্তি। এদিন কম বেশি সমস্ত বাড়িতেই পিঠে, পুলি বানানো হয়। বাড়ির দরজায় দেওয়া হয় খড়ি মাটির আলপনা। গঙ্গাস্নান করেন অনেকেই। কিন্তু এই তিথিতে ভুলেও এই ৩টি কাজ করবেন না। তাহলেই কিন্তু দুর্ভাগ্য এবং অর্থকষ্ট পিছু ছাড়বে না। ছবি- এআই দ্বারা নির্মিত
2
6
খিচুড়ি বা চালের কিছু একদম খাওয়া উচিত নয় মকর সংক্রান্তির দিন। কেন? কারণ মকর সংক্রান্তির দিনই অর্থাৎ ১৪ জানুয়ারি ষটতিলা একাদশী পড়েছে। তাই এদিন চাল এবং ডাল খাওয়া উচিত নয়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
6
দ্বিতীয় ভুল যেটা মকর সংক্রান্তির দিন একদমই করা উচিত নয় সেটা কী? ২০২৬ সাল সূর্যের বছর। আর মকর সংক্রান্তির দিন সূর্য রাশি বদল করে ধনু থেকে মকর রাশিতে আসে। তাই ১৪ জানুয়ারি ভুলেও কালো রঙের কোনও পোশাক পরবেন না। ছবি- এআই দ্বারা নির্মিত
4
6
মকর সংক্রান্তির দিন কালো পোশাক পরলে কুণ্ডলীতে সূর্য গ্রহের দোষ তৈরি করতে পারে। আত্মবিশ্বাস কমে যায়। ভাগ্য সঙ্গ ছেড়ে দেয়। নেতিবাচক প্রভাব পড়ে জীবনের উপর। হতে গিয়েও কোনও কাজ সফল হবে না। ছবি- এআই দ্বারা নির্মিত
5
6
মকর সংক্রান্তির দিন যে তিন নম্বর ভুলটি করবেন না সেটি হল, কাউকে কোনও খারাপ শব্দ বলবেন না। অপমান করা, গালাগালি দেওয়া থেকে বিরত থাকুন। ঝগড়া তো ভুলেও করবেন না। মকর সংক্রান্তি এই বছর বুধবার পড়েছে, তাই কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
6
তাহলে কী করবেন মকর সংক্রান্তির দিন? পারলে একাদশীর ব্রত পালন করুন। গরীব, দুঃস্থদের জামা কাপড়, খাবার দান করুন। ছবি- এআই দ্বারা নির্মিত