আজকাল ওয়েবডেস্ক:  রাজকোটে লোকেশ রাহুল না থাকলে ভারত দুশো রান বুধবার করতে পারত কিনা সন্দেহ। রাজকোটে তাসের ঘরের মতো ভেঙে পড়া ভারতকে শেষমেশ রাহুল পৌঁছে দিলেন ২৮৪ রানে। নিজে অপরাজিত থেকে গেলেন ১১২ রানে। রাজকোটের রাহুল আখ্যান মনে থাকবে অনেকদিন। বিরাট-রোহিত-গিলরা ব্যর্থ হলেও ভারতকে টেনে নিয়ে যাওয়ার লোক রয়েছে এই দলে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আগে গৌতম গম্ভীরকে নির্ভরতা দিয়ে গেলেন লোকেশ রাহুল। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-এ এগিয়ে থেকে ভারত খেলতে নামে রাজকোটে। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে।

দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল জুটিতে ৭০ রান করেন। রোহিত ২৪ রানে ফিরে গেলেন যেখানে ফিল্ডার দাঁড়িয়েছিলেন সেখানে ক্যাচ দিয়ে। গিল ৫৬ রান করেন। কিন্তু সেই ভুল শট নির্বাচনে ফিরতে হল ভারত অধিনায়ককে। বিরাট কোহলি নেমেই চার মারলেন। দর্শকদের উল্লাস বাড়ল। আবার কোহলির ব্যাট হয়তো বিরাট হয়ে উঠবে। ব্যাট করতে নামার আগে ভাল খবর পেয়েছিলেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটারের পালক জুড়েছিল তাঁর মুকুটে। কোহলি ম্যাজিক চলল না এদিন। মাত্র ২৩ রানে বল টেনে আনলেন উইকেটে। শ্রেয়স আইয়ারও ফিরলেন মাত্র ৮ রানে। ৪ উইকেটে ১১৮ রান।

?ref_src=twsrc%5Etfw">January 14, 2026

এই অবস্থায় লোকেশ রাহুল দলকে টানার কাজ শুরু করলেন। জ্যামিসনকে ছক্কা মেরে সেঞ্চুরি করলেন তিনি। তার পরে বাঁ হাতের মধ্যমা ও অনামিকা মুখের ভিতর দিয়ে ডান হাতে ব্যাট তুলে উদযাপন করতে দেখা যায় রাহুলকে। এই সেঞ্চুরি তাঁর শিশুকন্যাকে উৎসর্গ করেন। লোকেশ রাহুলের মেয়ের নাম ইভারাহ। এই নাম রাহুলের স্ত্রী আথিয়ার পছন্দ হয়নি। পরে স্ত্রীকে বোঝানোর পরে তিনি মেনে নেন। ইভারাহ শব্দের অর্থ ঈশ্বরের উপহার। সেই ইভারাহকেই এদিনের সেঞ্চুরি বুঝি উৎসর্গ করলেন লোকেশ রাহুল। মেয়ের জন্যই এই বিশেষ উদযাপন রাহুলের। 
এর আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে সেঞ্চুরির পরে এমন সেলিব্রেশন করেছিলেন রাহুল।