বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও সোজা-উল্টো গতি অর্থাৎ মার্গি কিংবা বক্রী চলনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। ২০২৬ সালে বুধ তিনবার বক্রী দশায় থাকবে। যা পাঁচ রাশির জীবনে নেতিবাচক বদল আনতে পারে।
2
10
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ।
3
10
২০২৬ সালে বুধ তিনবার বক্রী অবস্থায় থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী,এই সময়ের প্রভাব জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে। বিশেষ করে যোগাযোগ, যাত্রা, প্রযুক্তি ব্যবহার, চুক্তি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুলের আশঙ্কা বেশি থাকে।
4
10
চলতি বছরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে প্রতিগামী অবস্থায় থাকবে বুধ।
5
10
বুধের বিপরীতমুখী গতি ৫ রাশির জীবনে দুঃসময় বয়ে আনবে। তাহলে চরম বিপদে পড়বেন কারা? জেনে নিন-
6
10
মেষঃ কেরিয়ার, অফিস বা পেশা সম্পর্কিত কাজে ভুল বোঝাবুঝি, দেরি বা বিরোধ দেখা দিতে পারে। হুট করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
7
10
মিথুনঃ মিথুন রাশির শাসক গ্রহই বুধ। তাই এই রাশির মানুষরা সবচেয়ে বেশি প্রভাব অনুভব করবেন। যোগাযোগে সমস্যা, পরিকল্পনা বিঘ্নিত হওয়া এবং পুরনো বিষয় আবার মনে আসার আশঙ্কা থাকবে।
8
10
কন্যাঃ দৈনন্দিন কাজের ব্যাঘাত, কর্মস্থলে জটিলতা ও স্বাস্থ্য সংক্রান্ত ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। পরিকল্পনা পুনরায় যাচাই করা জরুরি।
9
10
তুলাঃ সম্পর্ক বা পার্টনারশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে। নতুন অংশীদারিত্বের সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া ভাল।
10
10
বৃশ্চিকঃ পুরনো ভুল, আর্থিক সমস্যা বা আবেগ সম্পর্কিত বিষয় আবার সামনে আসতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।