আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৪ বছরেই শোরগোল ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএল খেলে ফেলেছে। সেঞ্চুরিও করেছে। এই বয়সেই খেলে ফেলেছে অনূর্ধ্ব একাধিক ভারতীয় দলে। এবার সামনে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। কিন্তু জানেন কি, এই শেষবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বৈভবের ব্যাটিং দেখা যাবে। এখানেই হচ্ছে প্রশ্ন। বৈভবের বয়স মাত্র ১৪। আর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ হয় দুই বছর অন্তর। হিসেব বলছে, আরও অন্তত দু’বার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলা উচিত ছিল বৈভবের। কিন্তু তা হবার নয়। কিন্তু কেন?
এদিকে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত ও আমেরিকা। খেলা হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। জিম্বাবোয়ের হারারের দু’টি মাঠ এবং বুলাওয়ের একটি মাঠে খেলা হবে। ১৫ জানুয়ারির পর বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ জানুয়ারি ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল।
এই দলের অধিনায়ক আয়ূষ মাত্রে। তার চেয়েও বড় কথা এবারই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বৈভবের প্রথম ও শেষ খেলা। এর পিছনে রয়েছে বিসিসিআইয়ের নিয়ম। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিয়ম করা হয়েছে, কোনও প্লেয়ার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। সেই সময় ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিকল্পনায় এই নিয়মের মূল উদ্দেশ্য ছিল ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। একই সঙ্গে তাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া।
এরকম ঘটনা অবশ্য আগেও ঘটেছে। এই নিয়মের জন্য ২০১৮ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ খেলতে পারেননি ওয়াশিংটন সুন্দর ও মহিপাল লোমরোর। অথচ তখনও তাঁরা বয়সের নিরিখে যোগ্য ছিলেন। কিন্তু এই নিয়ম চালু হওয়ার আগে রবীন্দ্র জাদেজা বা রিকি ভুঁইরা একাধিক বিশ্বকাপ খেলেছিলেন।
প্রসঙ্গত, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ থেকে ভারত বহু বহু তারকা পেয়েছে। যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি, রোহিত শর্মারা আগামীদিনে ভারতীয় ক্রিকেটে দাপট দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন।
