আজ ১৪ জানুয়ারি সারা দেশে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং শুরু হয় উত্তরায়ণ। হিন্দু ধর্মে এই দিনটি খুবই শুভ ও পবিত্র বলে মনে করা হয়।
2
10
নতুন শুরু, পুণ্য লাভ ও শুভ শক্তির প্রতীক পৌষ সংক্রান্তি। তবে শুধু পুজো বা উৎসব করলেই যথেষ্ট নয়, এই দিনে কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দেন জ্যোতিষীরা।
3
10
রাগ ও ঝগড়া থেকে দূরে থাকুনঃ মকর সংক্রান্তির দিন রাগ করা, ঝগড়া করা বা কাউকে কটু কথা বলা একেবারেই উচিত নয়। এই দিন শান্ত মন ও ভাল আচরণ খুব গুরুত্বপূর্ণ। রাগ বা ঝগড়া করলে দিনের পবিত্রতা নষ্ট হয় বলে মনে করা হয়।
4
10
নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুনঃ এদিনটি নতুন আশার প্রতীক। তাই মন খারাপ, হতাশা, ঈর্ষা বা নেতিবাচক চিন্তা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। ইতিবাচক ভাবনা ও ভাল মন নিয়ে দিনটি কাটালে মানসিক শান্তি পাওয়া যায়।
5
10
মাংস, মদ ও নেশাজাতীয় দ্রব্য নয়ঃ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তির দিনে মাংস, মদ বা অন্য কোনও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা নিষেধ। এদিনে হালকা, সাত্ত্বিক খাবার খাওয়া ভাল। অনেকেই তিল, খিচুড়ি বা মিষ্টি জাতীয় খাবার খান।
6
10
কাউকে অসম্মান করবেন নাঃ এদিনে কাউকে ছোট করা, দরিদ্র বা দুর্বল মানুষকে অপমান করা খুবই অশুভ বলে ধরা হয়। বরং দরিদ্র মানুষকে সাহায্য করা, দান করা ও ভাল ব্যবহার করা মকর সংক্রান্তিতে শুভ ফল দেয়।
7
10
দান করে অহংকার নয়ঃ মকর সংক্রান্তিতে দান করার বিশেষ গুরুত্ব আছে। তবে দান করে অহংকার করা বা তার প্রচার করা উচিত নয়। নিঃস্বার্থ মন ও বিনয়ের সঙ্গে দান করলেই তা পুণ্য হিসেবে গণ্য হয়।
8
10
অলসতা ও দেরিতে ওঠা এড়িয়ে চলুনঃ এদিন সকালে তাড়াতাড়ি ওঠা, স্নান করে পরিষ্কার পোশাক পরা এবং সূর্যদেবকে প্রণাম করার রীতি রয়েছে। দেরিতে ঘুম থেকে ওঠা বা সারাদিন অলসভাবে কাটানো শুভ নয়।
9
10
মিথ্যা ও অসৎ কাজ থেকে দূরে থাকুনঃ মিথ্যা কথা বলা, প্রতারণা করা বা কোনও অসৎ কাজে জড়িয়ে পড়া এই দিনে বিশেষভাবে বর্জনীয়। পুরনো রাগ বা ঝগড়া থাকলে তা ভুলে যাওয়াই ভাল।
10
10
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুনঃ নিজের শরীরের সঙ্গে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এই দিনের গুরুত্বপূর্ণ অংশ। নোংরা বা অগোছালো পরিবেশে পুজো করলে তা শুভ ফল দেয় না বলে বিশ্বাস।