আজকাল ওয়েবডেস্ক:‌ ভদোদরায় মাত্র সাত রানের জন্য শতরান হাতছাড়া করেছেন বিরাট কোহলি। ৯৩ রান করে তিনি আউট হন। এতকিছু সব ঠিক ছিল। কিন্তু ভদোদরার ম্যাচে এমন একটি ঘটনা ঘটল যা বিরাটকে রীতিমতো বিরক্ত করে তুলেছে।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত। ২৬ রানে আউট হন রোহিত শর্মা। তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন গ্যালারিতে আনন্দের জোয়ার। কেন? কারণ কোহলি নামছেন। তিনি ৯৩ রান করে জয়ের পথ তৈরি করে দেন। শেষ পর্যন্ত ভারত জেতে ৪ উইকেটে।


কিন্তু কোহলি ক্ষুব্ধ দর্শকদের আচরণে। ম্যাচের পর তিনি বলে দেন, ‘‌বিষয়টা সম্পর্কে আমি জানি। সত্যি কথা বলতে, এগুলো একেবারেই ভাল না। আমি দেখেছি একই ধরনের ঘটনা এমএস ধোনির সঙ্গেও ঘটত। যখন একজন আউট হয়ে ফিরে যাচ্ছে, তখন তার জন্য এই অভিজ্ঞতাটা একেবারেই ভাল না। আমি জানি দর্শকরা আবেগপ্রবণ। কিন্তু সেসব মাথায় না রেখে আমি খেলায় মনোনিবেশ করার চেষ্টা করি।’‌ এটা ঘটনা, মহেন্দ্র সিং ধোনি যখন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন, তখনও ঠিক এই ঘটনা ঘটে।


কোহলির সংযোজন, ‘‌সত্যি কথা বলতে, এত ভালবাসা পেয়ে আমি ধন্য। আমি নিজে যেটা করতে ভালবাসি, সেটা করেই বহু মানুষকে আনন্দ দিতে পারছি। এর চেয়ে আনন্দের আর কী হয়? এর থেকে বেশি আমি আর কী চাইব? আমি একটা স্বপ্নের মধ্যে বেঁচে আছি। সবাইকে খুশি করতে পারলে আমিও আনন্দিত হই।’‌ 

এদিকে, বিজয় হাজারেতে দুর্দান্ত ফর্মে রয়েছেন সরফরাজ খান। কিন্তু হঠাৎই ছন্দপতন। অনুশীলনে গুরুতর চোটের জন্য কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে নামতে পারলেন না তিনি। তাঁর এই চোট মুম্বইয়ের রাজ্য দল তো বটেই, চিন্তায় রাখবে চেন্নাই সুপার কিংসকেও।


এই মরশুমে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছিল সরফরাজকে। সৈয়দ মুস্তাক আলি টি–২০ ট্রফিতেও দারুণ পারফর্ম করেছেন। আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস তাঁকে ন্যূনতম মূল্য ৭৫ লক্ষ টাকায় কিনেছে। এবার বিজয় হাজারেতেও সেই ধারা বজায় রেখেছিলেন সরফরাজ। গত বৃহস্পতিবারই পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে নজির গড়েছেন ২৮ বছরের তারকা। বিজয় হাজারেতে এটাই সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি। সেই তিনি চোটের কবলে পড়ে ছিটকে যাওয়ায় প্রবল ক্ষতি হল মুম্বইয়ের। তাঁকে ছাড়া মুম্বইয়ের ব্যাটাররা কর্নাটক বোলারদের সামনে রীতিমতো ভিরমি খেয়েছেন। ৫০ ওভারে ২৫৪–র বেশি করতে পারেনি মুম্বই।