আজকাল ওয়েবডেস্ক: প্রচারের সার্চলাইট এখন ঋষভ পন্থের উপরে। প্রত্যাবর্তনের টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। হৃদয় জিতে নিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, তৃতীয় দিন ব্যাট করতে নামার আগে ক্রিকেট সরঞ্জাম সামনে রেখে তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন ভারতের তারকা উইকেট কিপার। পন্থ ভক্তিভরে প্যাড-গ্লাভস-ব্যাট-হেলমেটকে পুজো করছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজকাল ডিজিটাল। তবে খেলোয়াড়দের কাছে তাঁদের ক্রীড়া সরঞ্জাম ঈশ্বরতুল্যই হয়। তাঁদের ধ্যান-জ্ঞান খেলা। সেই কারণে ক্রীড়া সরঞ্জামের প্রতি আলাদা ভালবাসা থাকে।
সেঞ্চুরির পরে অন্য অবতারে ধরা দেন ভারতের তারকা উইকেট কিপার। আবেগপ্রবণ পন্থকে দেখা যায় পিচের মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে, আকাশের দিকে মুখ করে নীরবে প্রার্থনা করে চলেছেন। ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আবার ক্রিকেটের স্রোতে পন্থ।
ঈশ্বর তাঁকে আরও একবার ক্রিকেটে ফেরার সুযোগ করে দিয়েছেন। সেই কারণেই হয়তো আগের থেকেও বেশি আবেগপ্রবণ তিনি। সমস্ত কিছু সমর্পণ করছেন ঈশ্বরকেই।
