আজকাল ওয়েবডেস্ক: অন্য ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ১০ কোটি টাকার প্রস্তাব ছিল। কিন্তু অর্থের প্রলোভন তাঁর মাথা ঘুরিয়ে দেয়নি। যে ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতিভা তুলে ধরার সুযোগ দিয়েছে, যে ফ্র্যাঞ্চাইজি তাঁকে দিগভ্রষ্ট হতে দেয়নি, সেই কলকাতা নাইট রাইডার্সের হাত তিনি ছাড়তে চাননি। 

তিনি থেকে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। তিনি রমনদীপ সিং। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিযান শুরু করেছিলেন। পরে ২০ লাখ টাকার বিনিময়ে কেকেআর দলে নেয় রমনদীপকে। 

গতবারের সংস্করণে নাইটদের হয়ে বেশ কয়েকটি ম্যাচে দ্রুততার সঙ্গে রান তোলেন। মেগা নিলামের আগে কেকেআর তাঁকে ৪ কোটির বিনিময়ে রিটেন করে। 

জাতীয় দলের হয়ে প্রতিভাবান এই ক্রিকেটারের অভিষেক ঘটে। ২৭ বছর বয়সী রমনদীপ বলছেন, ''যে ফ্র্যাঞ্জাইজি এত সাহায্য করেছে, তার হাত ছেড়ে চলে যাওয়া উচিত নয়। কেবল অর্থের জন্য যদি কেউ চলে যায় তা মোটেও ভাল ব্যাপার নয়।''

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের হয়ে খেলেন রমনদীপ। বিরাট কোহলির একটি ক্যাচ তিনি ছাড়েন।  সেই রমনদীপ স্বীকার করে নিয়েছেন একসময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। 

সেই প্রসঙ্গে রমনদীপ বলছেন, ''বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আমাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। ১০ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে অর্থ কখনওই চালিকাশক্তি নয়। আমি যখন কিছুই ছিলাম না, সেই সময়ে কেকেআর আমার হাত ধরেছিল। আমিও পুরোদস্তুর নিজেকে নিংড়ে দিতে চেয়েছিলাম।''