আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসকে হারালেও অস্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে।  

চোটের কবলে পড়েন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। দিল্লির ইনিংসের ১১-তম ওভারের ঘটনা। চোট পেয়ে মাঠ ছাড়েন রাহানে। 

আন্দ্রে রাসেলের বলে ফ্যাফ ডু প্লেসিস কভার অঞ্চলে শট মেরেছিলেন। বলটা ধরতে গিয়ে হাতে চোট পান নাইট অধিনায়ক। রাহানে মাঠ ছেড়ে বেরিয়ে যান। সুনীল নারিন নেতৃত্ব দেন দলকে। রাহানে আর মাঠে ফিরে আসেননি। তবে জিততে সমস্যা হয়নি কেকেআরের। খেলার শেষে কলকাতা নাইটা রাইডার্সের অলরাউন্ডার অনুকূল রায় রাহানেকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন। 

কেমন আছেন রাহানে? কী বললেন অনুকূল? তাঁর বক্তব্য, ''খুব একটা সিরিয়াস বলে মনে হচ্ছে না এই চোট। পুরোদস্তুর সেরে উঠতে দু-তিন দিনের মতো সময় লাগবে। চিকিৎসকরা চোট নিয়ে পরিষ্কার ছবিটা দিতে পারবেন। তবে ক্যাপ্টেন ঠিকই আছে। কয়েকটা সেলাই পড়েছে। তবে সেটা খুব একটা চিন্তার ব্যাপার নয়।'' 

এদিকে খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানে বলেছিলেন, ''মন্দ নয়। আমি ঠিক হয়ে যাব।''  কেকেআরের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৪ মে ইডেন গার্ডেন্সে সেই ম্যাচের বল গড়াবে। রাহানে কি সেরে উঠবেন সেই ম্যাচের আগে? স্বস্তির জয় নাইট শিবিরে বাড়াল অস্বস্তি।