আজকাল ওয়েবডেস্ক: অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কেকেআরের জন্য। দিল্লি জিতলে প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে যাবে। আর কলকাতা জিতলে দৌড়ে টিকে থাকবে। সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তুলল ২০৪  রান। যে রান তুলেছে কেকেআর, তা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালই বলা চলে। বল এখন নাইট বোলারদের কোর্টে। তাঁদের দিকেই তাকিয়ে থাকতে হবে অজিঙ্ক রাহানেকে। 

এই ম্যাচে নামার আগে নাইটদের সংসারে সুখ কম। আশঙ্কাই ছিল বেশি। টানা দুটো ম্যাচ হারের পরে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটাও বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে এক পয়েন্ট পকেটে আসে কলকাতার। এদিনের ম্যাচ নাইটদের জেতা ছাড়া গত্যন্তর নেই। 

নাইটদের প্রথম একাদশে আসেন অনুকূল রায়। ডাগ আউটে বসেছেন চেতন সাকারিয়া। গুরবাজ ও সুনীল নারিন ওপেনিং জুটিতে ৪৮ রান তোলেন। আফগান তারকা ২৬ রানে ফিরে যান। পরে রাহানে ও নারিন ৩৭ রান জোড়েন। ক্যারিবিয়ান নারিন ২৭ রানে ফিরে যান। অজিঙ্ক রাহানে ব্যক্তিগত ২৬ রানে আউট হন।

কেকেআরের রান তখন ৯১। ভেঙ্কটেশ আইয়ার (৭) ফের ব্যর্থ। অঙ্গকৃষ রঘুবংশীর ৪৪  রিঙ্কু সিংয়ের ৩৬ কেকেআরকে পৌঁছে দেয় ১৭৭ রানে। দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও রভম্যান পাওয়েল কেকেআর-কে নিয়ে যান ২০৩ রাবে। পাওয়েল ফিরে যাওয়ার পরের বলেই চামিরা শরীর ছুড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন অনুকূল রায়ের।  স্টার্কের শেষ ওভারেই যত কাণ্ড। অজি তারকা হ্যাটট্রিক করতে না পারলেও উইকেট কিপার অভিষেক পোড়েল রান আউট করেন রাসেলকে (১৭)। শেষমেশ কেকেআর করল ৯ উইকেটে ২০৪ রান।