আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা যখন অবসর ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়, তখন তিনি ম্যাচে ব্যস্ত। 

ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর। সেই ম্যাচ হেরে যায় কলকাতা। খেলার শেষে সাংবাদিক বৈঠকে নাইটদের দলনায়ক অজিঙ্ক রাহানে হিটম্যানের টেস্ট থেকে অবসরের ঘোষণা শোনার পরে অবাক হয়ে যান। তিনি এব্যাপারে বিন্দুবিসর্গ জানতেন না। রোহিত টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন শোনার পরে রাহানে বলেন, ''তাই নাকি? আমি এব্যাপারে কিছুই জানি না। শুনে খারাপ লাগছে। আমি মর্মাহত। ম্যাচ খেলছিলাম। তাই এব্যাপারে কিছু জানি না। তবে ওকে শুভেচ্ছা জানাচ্ছি।'' 

শুরুতে মিডল অর্ডারে নামতেন। পরে সেখান থেকে ওপেন করেন। রাহানে বলেন, ''মিডল অর্ডারে ৫-৬ নম্বরে শুরু করেছিল। সেখান থেকে ইনিংস ওপেন করে। যেভাবে মানিয়ে নিয়েছিল তা এককথায় দুর্দান্ত। বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করত। স্বাধীনভাবে খেলত। চাইত সবাই যেন ওর মতোই খেলে।'' 

রাহানে জানান তিনি সাজঘরে গিয়ে রোহিতকে ফোন করবেন বা মেসেজ করবেন। তবে হিটম্যানের দুর্দান্ত টেস্ট কেরিয়ারের জন্য রোহিতকে অভিনন্দন জানাবেন রাহানে। 

সোশ্যাল মিডিয়ায় রোহিত জানান, তিনি লাল বলের ফরম্যাট থেকে ব্যাট-প্যাড তুলে রাখছেন। তবে ওয়ানডে ফরম্যাটে তাঁকে খেলতে দেখা যাবে। ইনস্টাগ্রামে রোহিত লেখেন,  ''টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছি। আপনাদের সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ওয়ানডে ফরম্যাটে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব।''