আজকাল ওয়েবডেস্ক: শ্রীসন্থ-হরভজনের 'স্ল্যাপগেট' কাণ্ডেরই যেন পুনরাবৃত্তি দেখা গেল দিল্লির কোটলাতে। ভাজ্জির চড়ে হাপুস নয়নে কেঁদেছিলেন শ্রীসন্থ। সেটা ছিল আইপিএলের প্রথম সংস্করণ। 

তার পরে কেটে গিয়েছে ১৮ বছর। আইপিএলও সাবালকত্বে পা দিয়েছে। ফের 'স্ল্যাপগেট' বিতর্ক ফিরে এল আইপিএলে। মঙ্গলবার আইপিএলে কেকেআর ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ ছিল। দিল্লিকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা। খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিলেন। হাসিঠাট্টা করছিলেন। এরকম সময়েই দিল্লির কুলদীপ যাদব চড় মেরে বসেন কলকাতার রিঙ্কুকে। একবার নয়, কুলদীপ দু'বার চড় মেরে বসেন রিঙ্কুকে। 

 

?ref_src=twsrc%5Etfw">April 29, 2025

কুলদীপের চড় খেয়ে হতভম্ব হয়ে যান রিঙ্কু। তাঁর চোখমুখ দেখে মনে হচ্ছিল অপ্রত্যাশিত এই ঘটনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। থ হয়ে যান রিঙ্কু। কী কারণে কুলদীপ আকস্মিক ভাবে চড় মেরে বসলেন রিঙ্কুকে, তা জানা যায়নি। কারণ সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে ভিডিও ছড়িয়েছে, সেখানে খেলোয়াড়দের কথোপকথন শোনা যায়নি। 

কুলদীপের আকস্মিক চড়কে ভাল ভাবে নেননি নেটব্যবহারকারীরা। তাঁরা কুলদীপের সমালোচনায় মেতে উঠেছেন। এদিকে এই চড় কাণ্ড নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে যাওয়ায় কলকাতা নাইটা রাইডার্সের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করে বিষয়টায় প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেকেআরের পোস্ট করা  ভিডিওয় দেখা যাচ্ছে রিঙ্কু ও কুলদীপ একে অপরের সঙ্গে মজা করছেন। দুই ক্রিকেটারের মধ্যে গভীর বন্ধুত্ব। মিডিয়া যে তিলকে তাল করেছে, তা তুলে ধরে লেখা হয়েছে, মিডিয়া বনাম বাস্তব। আমাদের উত্তর প্রদেশের দুই ছেলের মধ্যে কিন্তু বন্ধুত্ব দারুণ।