আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর প্রথমবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ অংশ নিতে চলেছেন দুই দেশের বর্ষীয়ান ক্রিকেটাররা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের এজবাস্টনে। আগামী ২০ জুলাই, ভারত ও পাকিস্তানের মধ্যে এই বহু প্রতীক্ষিত ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় দলের হয়ে খেলবেন যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না এবং ইরফান পাঠানের মতো কিংবদন্তিরা। পাকিস্তানের দলে থাকবেন শাহিদ আফ্রিদি।

যিনি সম্প্রতি একাধিকবার ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন। পাহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর শাহিদ আফ্রিদির বক্তব্য ঘিরে তীব্র সমালোচনা হয়। তিনি দাবি করেন, এই হামলা ভারত নিজেরাই ঘটিয়ে দায় চাপিয়েছে পাকিস্তানের ওপর। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি জানিয়েছিলেন, ‘এমন ভিত্তিহীন মন্তব্য শুধু ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই করা হচ্ছে’। উল্লেখযোগ্যভাবে, অপারেশন সিঁদুরের পর এটাই ভারত-পাকিস্তানের প্রথম মুখোমুখি হওয়া নয়।

এর আগে ২৪ মে জুনিয়র ডেভিস কাপে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানি এক খেলোয়াড়ের অসৌজন্যমূলক আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি খেলোয়াড় ভারতের খেলোয়াড়ের সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়ে অশালীনভাবে হাত ঝাঁকিয়ে দেন এবং সেই মুহূর্তে খারাপ ভঙ্গিতে সরে যান। তারপর বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের এই ভারত-পাকিস্তান ম্যাচ ইতিমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার জন্য।