আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে সদস্যের সংখ্যা একজন বাড়ল। আর তিনদিন পরই লিডসে শুরু প্রথম টেস্ট। তার আগে দলের শক্তি আরও বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া। ২৪ মে ১৯ জনের দল ঘোষিত হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়া তরুণ দল পাঠানো হয় ইংল্যান্ডে। লাল বলের ক্রিকেটে সুযোগ পান সাই সুদর্শন। প্রত্যাবর্তন করেন করুণ নায়ার এবং শার্দুল ঠাকুর। দলের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, পাঁচজন ফাস্ট বোলার রয়েছে। তাঁরা হলেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিং। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, হর্ষিত রানাও দলের সঙ্গে যোগ দিয়েছে। এটা সত্যি হলে, ১৯তম সদস্য হয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এক সূত্র জানায়, 'জল্পনা-কল্পনার পর জানা গিয়েছে, ভারতীয় টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ডে থেকে যাবেন হর্ষিত রানা। তবে সিরিজ শুরুর আগে তাঁকে দলের সঙ্গে সরকারিভাবে যুক্ত করা হবে কিনা সেটা এখনও জানা যায়নি।' ভারতীয় এ দলের অন্যান্য সদস্যরা মঙ্গলবার দেশে ফেরার বিমানে চেপেছে। ক্যান্টারবেরিতে প্রথম বেসরকারি টেস্টে খেলেন রানা। গতবছর অস্ট্রেলিয়া সফরে টেস্টে হাতেখড়ি হয় কেকেআরের পেসারের। চার উইকেট নেন। ইংল্যান্ড সফরের দলে জায়গা হয়নি তাঁর। কিন্তু গম্ভীরের পরামর্শে শেষপর্যন্ত রানাকে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে।
