আজকাল ওয়েবডেস্ক: গোয়ালিয়রে নো লুক আপার কাটে নজর কেড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। দিল্লিতে রিঙ্কু সিংয়ের উপরে প্রবল রেগে গিয়ে ধমকাধমকি করতে দেখা গেল তাঁকে।
প্রথম বলেই তাঁর উইকেট চলে যাওয়ার উপক্রম হয়েছিল। ভারতের ইনিংসের ১৪-তম ওভারের ঘটনা। নীতীশ রেড্ডি আউট হয়ে ফিরে যাওয়ার পরে নেমেছিলেন পাণ্ডিয়া। মুস্তাফিজুর রহমানের চতুর্থ শর্ট ফাইন লেগে ঠেলেন তিনি। রান নিতে চাননি পাণ্ডিয়া। কিন্তু নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো রিঙ্কু সিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। রান নিতে উদ্যত হন তিনি। হার্দিক পাণ্ডিয়া ফিরিয়ে দিতেই পারতেন রিঙ্কুকে। কিন্তু শেষ মেশ তিনিও রিঙ্কুর ডাকে সাড়া দিয়ে ছোটেন। এদিকে বাংলাদেশের ফিল্ডার পাণ্ডিয়াকে রান আউট করার জন্য বল ছোড়েন। পাণ্ডিয়া বেঁচে যান কোনওরকমে। কিন্তু বাংলাদেশ ফিল্ডারের ছোড়া বল উইকেটে লাগলেই রান আউট হয়ে যেতেন পাণ্ডিয়া।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM)Tweet by @45kennyat7PM
ভারতের তারকা অলরাউন্ডার প্রবল রেগে যান রিঙ্কুর উপরে। তাঁকে ভর্ৎসনা করতে থাকেন। হাত দিয়ে কিছু ইঙ্গিত করেন। রিঙ্কু অবশ্য ক্ষমা চেয়ে নেন পাণ্ডিয়ার কাছে। এর পরে পাণ্ডিয়া ধরা দেন নিজস্ব অবতারে। ১৯ বলে ৩২ রান করেন। যাঁকে বকেছিলেন, সেই রিঙ্কু ২৯ বলে ৫৩ রান করেন। নীতীশ পেড্ডি ৩৪ বলে ৭৪ রান করায় ভারত ২২১ রান করে।
