আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলি ইস্যুতে আবার নাটকীয় মোড়। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি আদালতে মামলা করেছিল ইস্টবেঙ্গল। একইসঙ্গে আনোয়ার এবং দিল্লি এফসির পক্ষ থেকেও আবেদন জানানো হয়। শুক্রবার তার শুনানি ছিল। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়কে খারিজ করে দেয় দিল্লি আদালত। জানানো হয়, ভারতীয় আইন অনুযায়ী এখন থেকে ইস্টবেঙ্গলকে অ্যাপিল করার সুযোগ দিতে হবে। তিন পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর শনিবার ফের শুনানির দিন ধার্য করা হয়। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়ে কেন অ্যাপিল করার জায়গা রাখা হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলে ইস্টবেঙ্গলের আইনজীবী। তার উত্তরে ফেডারেশনের আইনজীবী জানায়, ইস্টবেঙ্গলকে দশ দিনের মধ্যে অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে।
আনোয়ারের ফুটবল জীবনে যাতে বাধা না পড়ে, তাঁকে এনওসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মোহনবাগানকে। প্লেয়ার্স স্টেটাস কমিটির সেই রায়কেও খারিজ করে দেওয়া হয়। শনিবারের শুনানির ওপর অনেক কিছু নির্ভর করছে। দলের সঙ্গে আনোয়ারকে নিয়েই বেঙ্গালুরু গিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। প্রসঙ্গত, তিন দিন আগেই চার মাস নির্বাসিত করা হয় আনোয়ারকে। যার ফলে আইএসএলের প্রথম পর্বে তারকা ডিফেন্ডারকে পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শাস্তির কবলে পড়তে হয় দুই ক্লাবকেও। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায় অনুযায়ী, দুটো উইন্ডোতে কোনও নতুন প্লেয়ার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। এছাড়াও ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে ১২.৯০ কোটি টাকা দিতে হবে।
